১।
কত দিন ভেবেছি পাখি হব হৃদয়ের গান গাব
অন্তরের ডানা মেলে দেখব অনিন্দ্য সকাল
যখনি চেয়েছি ফিরে দেখেছি ধীরে ধীরে
ভাঙ্গিতেছে সৈকতে শত শত সপ্নীল
সাগরের ফেনিল নীল রাশি জল।


গাঙ চিল আহা গাঙ চিল!
উড়িতেছে…  আর্তস্বরে ডাকিতেছে মাথার উপরে
উড়ে উড়ে ঢেউ এর মাথায় বসে
দুলিতেছে জল কবুতর অথবা চিক্কণ বালুর তীরে
দমকা বাতাসে উড়িতেছে এলো চুল
শ্রাবস্তির কারুকার্য দেখি মালয় সাগরে।


২।
এক দিন নিশীথের রঙ উঠে আসে
পাখির ঠোঁটে করে খড় কুটোর মতন
দিনের আলো ম্লান হাসে, শরতের ঘাসে
শিশির কণার মৃত্যু লেখা থাকে।
হয় না নীড় বাঁধা আর
থাকে শুধু শিশিরের ক্রন্দন
মাটি সাক্ষী থাকে তার
দুঃখের ভোর কুয়াশা জড়িয়ে রাখে।


৩।
একদিন তার হাসিমুখ ভেসেছিল পানির ভেতর
পানি কাটা পক্ষী দিয়ে গেল উড়াল সাঁতার তার উপর
একদিন সে গেয়েছিল গান
নিঝুম দ্বীপের মৌন নদীটি ও সেদিন
হেসেছিল নেচেছিল করেছিল কুল কুল কলতান।


একদিন আমিও কেটে যাব আকুল পাথার
সৌম্য বিকেল ভেঙে সাদা কালো নীল রঙে
আমিও চষে যাব তার অতনু মনের কুয়াশা আধার
ঠিক যেমন পানি কাটা পানি চষে আপন মনে আপনার ঢঙে।


৪।
সবুজ পাতার মাঝে ফুল গুলো
সাদা সাদা তারা হয়ে জ্বলে
দিনের আলোর গন্ধে ব্যাকুল কিছুটা সময়
কার্তিকের মদির হাওয়া কি কানে কানে কিছু বলে?
কোথায় হারিয়ে গেছে আষাঢ়ের কালো মেঘ মালা
জীবন নদীর স্রোত বয়ে বয়ে পৌঁছে গেছে সুদূর সঙ্গম স্থলে
রেখে গেছে যৌবনের স্মৃতি বিস্মৃতির বেলা অবেলা।


সময় সাগরের বলিরেখা তট
কপালের ভাজে হয়েছে প্রকট
দৃষ্টির সীমানায় হাটে চাঁদের আলো
রাতের নির্জনতা নিয়ে খেলে জোনাকির ঝাঁক
ঝাপসা ঝাপসা মেঘ রাতের কালো
মরণ সঙ্গমেও হয়নি অবাক।


৫।
সময়ের দাস হয়ে কেবলই ক্লান্ত আমি
প্রকৃতি ই ছিল আশ্রয়…,
দূর হতে দুরন্তে মালয় সাগর তীরে
দিনমান খুঁজি সময়ের ছায়া
পতিত ঢেউ এর ফেনায়।


৬।
আমিও দেখেছি জলের ভালবাসা..., ছিঁড়ে গিয়েও
জোড়া লেগে যায়।
হেমন্তের ছিন্ন পাতার মত নয়..., শির শির দুরে সরে যায়।
আমিও দেখেছি সূর্যের কঠিন প্রণয়..., মেঘের আড়ালে হাসে
আমলকীর বনে বিন্দু বিন্দু অভিমান জমে রয়।


৭।
আমিও তো চলে যাব দুরে নক্ষত্রের কিনারে
হয়তো সাথী হবে একরাশ আধার তুলে নেবে আমারে...,
হয়তো পৃথিবীর পথে আমার শেষ  পদচিহ্ন হবে নিশ্চিহ্ন
নিমেষে ধুলা র আধারে।


তবুও কি সাদা বক দিন শেষে ধার্মিকের বেশে
খুঁজিবে আমারে স্বচ্ছ জলের ধারে অথবা আকাশে?
হয়তো তখন আমি আর পৃথিবীর কেউ নই
ছেড়ে সব সুর সব মায়া চলে গেছি বহু দূর
হয়তো আর কোন দিন খুঁজব না আমি আমারে
পৃথিবীর পারে।