যতটুকু বলা যায়
বলি তার চেয়ে বেশী
শুনি তারো চেয়ে কম।
অপেক্ষার ধারি নাকো ধার
জিহ্বায় কেটে করি ছারখার
যতক্ষণ চুপ থাকে অরিন্দম।


সবার উপরে আমি
আমার পরে আর কেউ নাই
এটাই আসল কথা
এটাই বোঝাতে চাই।।


যেপথে চলেছ এতদিন
দম্ভ আর অহমিকা ভরে
সেপথ হঠাত একদিন
হয়ে যাবে শেষ
শুন্য রথ ফেলে সেদিন তুমি
কোথায় হারাবে কোথায় হবে নিরুদ্দেশ?