এ    জীবন   নশ্বর
    আপন   হয়   পর   ? ?  


      
মাস , বছর , সারাজীবন
কাটানো হয় একসাথে
নিঃশ্বাস যতদিন থাকে ।


কেউ কাউকে দেয় না ফেলে
রাখে আগলিয়ে আপন কে
সযত্নে বুকের মাঝে ।


অসুস্থ হলে –
করে হাজারো চেষ্টা
প্রিয়জন কে বাঁচাতে ।


যতদিন দেহে আছে প্রাণ
খাওয়াতে নিরন্তর প্রচেষ্টা
দুনিয়ার সব নেয়ামত ।


নিঃশ্বাস বন্ধ -------------
রাখতে পারে না কেহ আটকিয়ে
হয়ে যায় জগৎ থেকে আলাদা ।    


এ দেহ-মন নশ্বর
আপন হয় চিরদিনের পর
ছাড়তে হয় প্রাণের প্রিয় বসত ঘর ।


  
আর কোন দিন
হতে  পারে না একত্রে
এক জায়গায় , একসাথে বাস ।


সে থেকে পূর্ণ একা জীবন
সে জীবন কেমন ?
তার খবর জানে না কেহ !


আপন হয়ে যায় পর
সাথী হয় আঁধার ঘর
সবকিছু মূল্যহীন  ভুবনের বহর ।


বরং দুনিয়ার জীবন
অতি সংক্ষিপ্ত , নশ্বর বিক্ষিপ্ত
পরপারের যাত্রা অসীমে অনন্ত ।


শরীফ নবাব হোসেন ।