তারিখ  ঃ -–১১/০৮/২০২২  ইং ।


এ   কিসের   প্রতিযোগিতা   ?  ?


শুভ প্রভাত
খাব ডাল ভাত
ডাল-ভাতের মেলা দাম
চিন্তায় ঝরছে ঘাম
বাড়ছে হুঁ হুঁ তেল গ্যাস
দুর্দিন যাচ্ছে বেশ
জ্বালানি তেলের বাড়লে দাম
সবকিছুর দাম এমনি ই বাড়ে
কিভাবে কাটবে দিন
মানুষ হতাশায় মরে ।



বেড়েছে দাম চাল , আটা , পিঁয়াজ
কোন মতে ই কমছে না তাদের ঝাঁঝ
কাঁচা লংকা , সবজির মূল্য ও মাত্রাধিক
ক্রেতারা হারাচ্ছে দিক-বিদিক্‌
ঔষধের বাজার বাড়ছে কয়েক দফা
জীবনের হবে কী দফা-রফা  ? ?
অবৈধ আয়ের হোতারা ব্যতীত
অন্য কারো বাড়ে কী আয়  ?
বাকী সব মানুষেরা
বাঁচার উপায় খুঁজে না পায় ।



দেশে হর-হামেশা বাড়ছে মুদ্রাস্ফীতি
গতানুগতিক বিশ্ব বাজারের দিয়ে দোহাই
সেখানে যখন দাম কমে
দেশে আর কখনো কমে না
যে কোন ভাবেই ঘটে চলেছে
অসৎ ও সিণ্ডিকেট ধারীদের মস্ত লাভ
মাননীয় কর্তা ব্যাক্তিরাও পেয়ে থাকে
সেখান থেকে বড় একটা ভাগ
তাই মূল্য বৃদ্ধিকে বলে সমন্বয়
ভোক্তা দের বুকের পাঁজর হচ্ছে ক্ষয়  ! !


কয়েক বছর ধরেই
নিত্য পণ্য মূল্যের ঊর্ধ্বগতি
হচ্ছে না মোদের কোন সদ্‌গতি
দিন দিন বেড়ে যাচ্ছে পাহাড় সমান ক্ষতি
কারো জীবনে বইছে অসীম দুঃখ
আবার কারো ধরে না আনন্দ-সুখ
দাম বৃদ্ধির এটা যেন অলিম্পিক রেস
জন-জীবনকে করে ফেলছে নিঃশেষ
ভোক্তা ক্রয় ক্ষমতা হারাচ্ছে দিন দিন
করাল গ্রাসে মানুষকে- গ্রাস করছে ঋণ  ! !


শরীফ  নবাব  হোসেন ।