০৮/০৩/২০২০, সময় – সকাল- ১০-০০ টা


আচরণের  প্রতিফল  ! !


মানুষ মানুষকে ঠকায়
কিন্তু তার টাকা-পয়সা
ঔষধ-পত্রে চলে যায় ।
মানুষ মানুষকে ঠকায়
বিধাতা তাকে
বিষন্নতায় ভোগায় !
মানুষ মানুষকে ঠকায়
নিজে রোগ ব্যাধিতে
অনেক কষ্ট  পায় ।
মানুষ মানুষকে ঠকায়
সে আবার পারিবারিক
অশান্তিতে ডুবে যায় ।


মানুষ মানুষকে ঠকায়
কারণে অকারণে
শুভ কাজে বাধা পায় ।
মানুষ মানুষকে ঠকায়
মরণের পরও
তার শান্তি  নাই ।


মানুষ মানুষকে ঠকায়
আত্মার  শান্তি
সে কখনো না পায় ।
মানুষ মানুষকে করে জুলুম
নিজের জীবনটা হয়
নষ্টতে বেমালুম ।
মানুষ মানুষকে করে হত্যা
নিশ্চিত পাবে সে
নরকের বার্তা  !


মানুষ মানুষকে করে আশাহত
কলে পরে নিজেই
হয় সে ভাগ্যাহত  ।
মানুষ মানুষকে করে বিতারিত
নিজেই হয় সে তার
মানবতার কাছে পরাজিত ।
মানুষ মানুষের সাথে
করে বর্বর  আচরণ
হয় না তার কভূ ভালোভাবে মরণ !


মানুষ মানুষকে দেয়
মাথায় বাড়ি,
স্রষ্ঠা রুষ্ট হয়ে
তার সম্পদ ও সুখ নেয় কাড়ি ।
মানুষ মানুষের সাথে
করে বেঈমানী,
নিজের ঈমান তার
কচু পাতার পানি !


    শরীফ নবাব হোসেন