তারিখ ঃ – ২৭-১১-২০২১ ইং , সময় – বিকাল – ৩-৫০ মিনিট ।


এই   জীবন্ত   প্রাণ  ,  এই   জীবনাবসান ! !


এ-ই ভরা হাত
পরক্ষণেই তা শূন্য
এখনই দেহ ভরপুর
একটু পরেই নিথর দেহে সাদা কর্পূর
আছে  পাশে বন্ধু-বান্ধব , আত্মীয়-স্বজন
এখনই একাকী চিরন্তন
বয়ে চলছে চাকচিক্য , জৌলুস
অল্প পরেই নিষ্প্রভ একটা খোলস
চলছে হাসি-আনন্দের জোয়ার
তার পরেই বিরহ-বেদনায় অতিশয় ভার  
  ছিল হাজার রকম রিজিকের  ম্যাজিক
ক্ষণিক বাদে ই চিরতরে বন্ধ সে রিজিক  !


কত শত রং তামাসা  
সেকেন্ডের ব্যবধানে অন্ধকারে বাসা
চারিদিকে বিচিত্র রঙ্গ-রসের মেলা
হঠাৎ চির সমাপন তার খেলা
ভাণ্ডারে সঞ্চিত অঢেল ধন সম্পদ
তা সত্ত্বেও , ছেড়ে যেতে হয় ইহজগৎ
অসীম অপ্রতিরুদ্ধ ক্ষমতার অধিকারি
মুহূর্তেই নিঃশেষ করে প্রাণ হরণ কারী
ধরাতলে বিস্তর যশ , নাম দাম
মরলে থাকে না তার চিহ্ন সমেত মান
ভুবনে কেহ নয় চিরস্থায়ী
মাটির নিচে ঠাঁই হবে স্থায়ী ।।


শরীফ নবাব হোসেন ।