তারিখ  ঃ -–14/01/2023  ইং  ।


আফগান   শাসকদের   বলছি ------------।।


মেয়ে-নারীদের কেন রাখছো করে গৃহ বন্দী  ?
কেন বন্ধ করছো উচ্চ শিক্ষা  ?
তাদের কী সুধাকর দিবাকরের আলো
বাইরের জগৎ দেখার নেই অধিকার  ?
তারা কী নয় রক্ত-মাংস , মননের মানুষ   ?
তনয়া রা যদি অশিক্ষিত থাকে সুরম্য সভ্যতা কী আসবে  ?
পরিবার কী হবে সুচারু চেতনায় বেগবান  ?
নিজেদের ভাল-মন্দ , অভ্যুদয়ের পন্থা কী বুঝবে তারা  ? ?


না , না , তোমরা করছো বড় ভুল
দিতে হবে মহামূল্যের মাশুল
দুহিতাদেরও সু-শিক্ষায় শিক্ষিত করা ব্যতীত
জাতির সুষ্ঠু ও সুষম অগ্রগতি অসম্ভব  !


পুত্র-কন্যা সবাই দেশ ও জাতির নাগরিক  
সর্ব ক্ষেত্রে সকলকে একসাথে আসতে হবে এগিয়ে
আদর্শ শিক্ষা-দীক্ষা , জ্ঞান-বিজ্ঞানে সব নাগরিক হবে সু-শিক্ষিত
নীতি-নৈতিকতা , দেশপ্রেম , ন্যায় বিচারে প্রত্যেকেই হবে জাগরূক
সকলে গড়ে উঠবে এক একজন সচেতন সুনাগরিক
তবেই- দেশ , জাতি ও সমাজের সাধিত হবে প্রভূত কল্যাণ ও অগ্রগতি  ।।


তবে , নারী সমাজের থাকা চাই শালীনতা
থাকতে হবে মায়া-মমতা , মাতৃত্ব ।
বেহায়াপনা , বেলেল্লাপনা , অশ্লীলতা , বেপর্দা কারো জন্য নয় কাম্য
যার যার স্থানে তার ; থাকতে হবে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ
মানা দরকার- নিজ দেশ ও জাতির কৃষ্টি , সংস্কৃতি-সভ্যতা এবং ঐতিহ্য
সর্বোপরি , মনুষ্যত্ব , মানবতা ও আপন সত্তার লালনে হবে মহীয়ান  ! !  


শরীফ  নবাব   হোসেন  ।