তারিখ  ঃ – 15/01/2023  ইং  ।


অগ্রহায়ণ-পৌষের   পল্লী  ।।


পাকা ধানের গন্ধ
ধান কাটা খড়ের গন্ধ
সোনার বরণ ধান
ধান কাটতে , মাড়াতে গান  
চিবায় কাঁচা সুপারির পান
মুখে বিড়ি র সুখের টান  ।।


কাটা ধানের নাড়া
দেখতে কী মনোরম
নাড়ার ফাঁকে কচি ঘাস
তাতে চড়ে গরু
পাখিরা বসে গরুর পিঠে
ধান খায় খুঁটে খুঁটে  ।


কাটা ধানের ক্ষেতে
গাঁয়ের ছেলেমেয়ে রা ধান কুড়ায়  
কুড়ানো ধানে মোয়া খায়
তাতে কত আনন্দ পায়
খোলা মাঠে  সারা বিকেল খেলে
ছুটাছুটি তে মাটির গন্ধ গায়ে মেখে  ! !



অগ্রহায়ণ-পৌষের   পল্লীর আমেজ  
সে অপূর্ব মায়াবী মধুর
খেজুর রসের মাতাল আকর্ষণ
চিরায়ত পরশ যাদুর
এখন সে সব সুখের সুধা
স্মৃতিতে জাগায় শুধু বেদনা-বিদুর  ।।


শরীফ  নবাব   হোসেন  ।