তারিখ  ঃ  -  04/01/2023  .


একগুচ্ছ   ভাবনা   ঃ


( 1 )
করো না  অহংকার
করো না বড়াই
রক্ত-মাংসের দেহ
অহংকারের কিছুই নেই  ।


( 2 )
সম্পদ আজ আছে
আগামী দিন নাই
প্রয়োজনে এ সম্পদ
থাকবে না কাছে  ।


( 3 )  
মাটির দেহ  মাটি ই খাবে
ডাক দিলে যেতে হবে
কেন মরবো , কখন মরবো
উত্তর নাহি পাবে  ।  


( 4 )
অর্থ , বল , শক্তি , ক্ষমতা
সদা নাহি রবে
বিধির অমোঘ বিধান
এগুলোর পরিবর্তন হবে  ! !


( 5 )
জীব মাত্রই মরণশীল
দুনিয়ার সবই পরিবর্তন শীল
জীবনটা সাদা , কালো , নীল
কালের গর্বে হয় বিলীন  ।


( 6 )
জগতের সবই  অস্থায়ী
প্রকৃতির নিয়ম-কানুন কিছুটা স্থায়ী
মানুষের গড়া সব ক্ষণস্থায়ী
চরম সত্যটাই দীর্ঘস্থায়ী  ! !


( 7 )
রং বদলায় , দিন বদ্‌লায়
স্রষ্টার হুকুম নাহি বদ্‌লায়
  সরল , সত্য , পূত-সঠিক টাই মানি
চির সুন্দরের  পথ কোনটা জানি  ? ?


( 8 )
অহংকারের মালিক একমাত্র-----------
সৃষ্টিকর্তা-পালনকর্তা  রব ই
মনুষ্য গর্ব নিমেষেই যায় মিশে
তারই ইশারায় চলে সবই  ।।


শরীফ নবাব হোসেন ।