তারিখ  ঃ  -  07/01/2023  ইং  ।


একখণ্ড    নিশাপতি- 02  ।।


মানব হাসিতে  আছে কৃত্রিমতা
বিধুর হাসিতে নেই তা
আমাদের অন্তরে বিদ্যমান কপটতা
চন্দ্রমা কী পারে সেটা  ?


নিশাপতি র স্বভাব ই অমলিন
তার ত্যাগ হয় না বিলীন
মানুষের অনেক কিছুই মলিন
যদিও হাবভাবে বনি- আমরা কুলীন  ।।


মৃগাঙ্ক শুধু দিয়েই যায়
নিজের তরে নেয় না কিছু
তার অনুপস্থিতি তে ধরা অন্ধকার
ছুটি মোরা তার রূপের পিছু  ।


হিমাংশু র গুণ ও মনোহরের কত কাব্য
সৃষ্টির আদি থেকে অন্ত
তার স্তবের নেই কখনো শেষ
রচিবে মহাকাব্য প্রলয় পর্যন্ত  ! !


জাত স্নিগ্ধ স্বভাবের  জন্য জ্যোৎস্নানাথ  চির প্রিয়
কভু ও হয়নি এতটুকু অপ্রিয়
রয়েছে তার অতুলন রমণীয় তা
ছড়িয়ে যায় মমতার বিশুদ্ধতা  ।।


দিনের মহারাজা দিনমণি
অমার প্রেয়সী রাণী সোম
দিবার দিনেশের রয়েছে তেজ  
শর্বরী তে রাকেশের বিভা লাগে বেশ  ! !


শরীফ  নবাব  হোসেন  ।