তারিখ  ঃ -  05/01/2023  ইং  ।


একখণ্ড    চাঁদ  ।


একটাই চাঁদ  
ভালোবাসার ফাঁদ
করেছে আলোকিত
জগৎ বাসী  পুলকিত  ।


রূপে ঝলমল
যৌবনে টলমল
কার না লাগে ভালো
ছড়ায় আশার আলো ।


রজনীকান্ত  সতত বিলায় দীপ্তি
নিখুঁত স্বচ্ছ অমলিন
আত্মায় মিলে সুখ
হয় না কভু মলিন  ! !


সে অতি স্নিগ্ধ
সবাই হয় মুগ্ধ
তাকে চাই পেতে
আপন করে নিতে  ।


যতই দেখি
দেখতে ইচ্ছে হয়
গগনে উঠে যখন
দূর হয় ভয়  ।


সে এতই সুন্দর  
ভরে দেয় অন্তর
গ্রাম , শহর , বন্দর
সবখানে তার কদর  ।


একটি মাত্র শশী  
দ্যুলোকে আছে বসি
ধরাতল করে রোশনাই
তার কোন তুলনা নাই  ! !


নেই এমন মানব
তাকে না করে পছন্দ
একটিই পরম রাজকুমারী
দুনিয়াকে দেয় আনন্দ  ।।


যখন সে অন্তরীক্ষে ভাসে  
মায়াবী সুধায় হাসে
সবাই প্রেমে পড়ে
  গেঁথে রাখে মনে  ।


এ একটি সুধাকর
ধরাধাম কে করেছে আপন
ছড়িয়ে দিয়েছে জৌলুস
ধরায়-------
আর কে আছে এমন   ?  ?


আমরাও যদি হতে পারতাম
এ রকম নিঃস্বার্থ
বসুন্ধরা হয়ে যেত
সুকুমার ভালোবাসায় আলোকিত  ! !


শরীফ  নবাব  হোসেন  ।