১৭/০৩/২০২০, সময় – বিকাল – ৫-০০টা


একটি  আদর্শের  নাম  বঙ্গবন্ধু  ! !


একটি অনুসরণীয়, অনুকরণীয় আদর্শের নাম বঙ্গবন্ধু  !
একটি মহা বিপ্লবের রাজ পথের নাম  
একটি অবহেলিত, নিষ্পেষিত  জনগোষ্ঠীকে,
স্বাধীনতার স্বপ্ন  দেখানোর মহানায়ক ,
একটি পিছিয়ে পড়া জনপদের অগ্রযাত্রার কাণ্ডারী ,
অগ্রণী শিক্ষা, সংস্কৃতি ও সভ্যতার বিকাশের পুরোধা,
গণ-মানুষের অধিকার আদায়ের সংগ্রামের উজ্জল নক্ষত্র,
শোষিতের পক্ষে, শোষকের হাত ধবংসকারী মহান সেনাপতি
নাম তার বাংলার আকাশের চির উজ্জল তারকা বঙ্গবন্ধু  !


সত্য-ন্যায়ের পতাকার একটি মহা সমুদ্রের গর্জন
যুগান্ত কারী পট-পরিবর্তনের উত্তাল তরঙ্গ,
শতাব্দীর কাল জয়ী উপন্যাসের মহান চরিত্র,
মহাকালের মহা কাব্যের আঁকা, হৃদয়ের  রঙীন প্রচ্ছদ,
নীল আকাশের লক্ষ তারকার দীপ্তিমান তারকাটি ,
ভোরের  সূর্যোদয়ের  পূর্বাকাশের সোনালী আভা,
শেষ বিকেলের ত্যাগের মহিমায় রাঙা রংয়ের বিচ্ছুরণ,
পূর্ণ  শশীর ছড়ানো স্নিগ্ধময় আলোর প্রভা,
এ মহান অননন্য প্রতিভাটির নাম
হৃদয়ে গাঁথা হয়েছে
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান  ! !


মুজিব তুমি থাকবে বেঁচে –
কর্মে অনন্ত মহীয়ান
আদর্শে  চিরঞ্জীব
ভালোবাসায় অক্ষয়
পরাজয়কে করেছো জয় । ।

(‘মুজিব শতবর্ষ’ )


শরীফ নবাব হোসেন