২৮/১০/২০২০ ইং , সময় – রাত – ১০-০০ টা


একটি  দুর্ঘটনা  ! !


একটি মর্মন্তুদ দুর্ঘটনা
ভবনের নিচের পানির ট্যাংকের মুখে
ম্যাচের একটি শলা জ্বালানো ,
সাথে সাথে দপ করে আগুন
এক মিনিটের মধ্যে চারটি মানব জীবন দগ্ধ  ।


দশ দিনের মধ্যে
পর পর চার জনের সকরুণ মৃত্যু
চারটি পরিবার তছনছ
ঐ পরিবার গুলো  স্বজন হারা
বাক রুদ্ধ , শোকে হতবিহবল ।


পুরো এলাকা অন্তর্বেদনা  কাতর
সবার মুখে একই বুলি
মিনিটের ও কম সময়ের একটি দুর্ঘটনা
অথচ চারটি তাজা প্রাণের বিনাশ
অতীব করুণ , বেদনা-বিদুর, কখনো ভুলবার নয় ।


এদের মধ্যে একজন কিশোর
হাসি-খুশি , প্রাণবন্ত , সতেজ প্রাণ
পাপ-পুণ্য , জীবনের হিসেব-নিকেশের
পূর্বেই একটি কচি লাল গোলাপ
সবার চোখের অন্তরালে হারিয়ে গেলো ।  


দুর্ঘটনায়  মা বাবা হারায় সন্তান
সন্তানেরা হারায় মা বাবা
স্ত্রী  হারায় স্বামী , স্বামী  হারায় স্ত্রী
আত্মীয়  প্রতিবেশী রা হারায়  স্বজন
আহত রা অতি দুঃখ-কষ্টে  কাটায় জীবন ।


কিছু কিছু ভুল
কিছু কিছু অবহেলার কারণ –
গ্যাস , বিদ্যুৎ ও সড়ক দুর্ঘটনা
লেগে ই আছে , এখন তা নিত্য-নৈমিত্তিক ব্যাপার ,
ঘটে জীবন ও সম্পদের চরম অপূ্রণীয় ক্ষতি ?


দুর্ঘটনার সচেতনতা , সতর্কতা ও প্রতিরোধে
প্রয়োজন পূর্ব  থেকেই ব্যবস্থা  নেয়া ,
এ সব জীবনাবসান কারী ঘটনা রোধে
যা যা অবশ্যম্ভাবী  তা করতে হবে
সংগঠনের  আগেই কার্যকরী পদক্ষেপ অধিক শ্রেয় !


( গত ১৭-১০ ২০২০ ইং তারিখ রাতে চট্টগ্রাম  শহরের দেওয়ানহাটস্থ  মীর ও সৈয়দ বাড়ি এলাকায় ভবনের নিচের পানির ট্যাংকে গ্যাসের আগুন লেগে শিশু সহ চার জন তরতাজা প্রাণের অকাল মর্মান্তিক মৃত্যু হয় । তাঁদের ত্বরণ ও আত্মার মাগফিরাত কামনায় এ ক্ষুদ্র নিবেদন ।)  


  শরীফ নবাব  হোসেন ।