তারিখ ঃ -১৯-০৫-২০২২  ইং ,  সময় ঃ   বিকাল – ৪-১০ মিনিট ।



একটি   ফলবান   মহীরুহ  ।।  



একটি ফলজ বৃক্ষের  
আত্মত্যাগ-------------------
দেয় সুস্বাদু ফল  
ফোটে ফুল
বিলায় –
মিটায় অসীম পরিতৃপ্তি ও ক্ষুধা
ছায়া , বাতাস ও অক্সিজেন
আঁখিতে ছড়ায় রং সবুজ , হলুদ
যোগায় ব্যবহারের কাঠ
রাখে নন্দন কাননে শোভিত
জনে জনে দানে
অনাবিল প্রফুল্লতার প্রশান্তি  !  



একটি ফলের অটবী
একজন সর্বত দাতা মা  !
মাতা যেমন সন্তানকে –
স্নেহ , মায়া-মমতা , ভালোবাসা
আহার বিহার
সেবা-শুশ্রূষা
দৈহিক-মানসিক সঙ্গ
অকৃত্রিম ভাবে করে অর্পণ  ;
একটি ফলদ দ্রুম ও
মানবজাতিকে সবকিছু অকাতরে
করে সম্প্রদান  ।।



ঐ তরুর –
ডালে ডালে , পত্র শাখায়
অন্ডজরা আসে বসে
নাচে , খেলে , গায় গান
খায় ফল , পাতা
ত্যাগে মল
কীট-পতঙ্গরা ও
একই রকম চালায় ক্রিয়াকলাপ ।
এ প্রক্রিয়ায় ঘটে মানব সমাজের
প্রভূত উপকার
হয় থাকে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা  ! !  



ফলের পাদপ  
দিয়ে যায় উজাড় করে
জীবনের সব
প্রতিদান চায় না কিছুই ,
তার সারা জীবন ই
অবলীলায় মানুষ কে
বিলিয়ে যায় নির্বাক
নিজের জন্য প্রত্যাশার কিছু
থাকে না কিঞ্চিত  !


মানুষ কী পারে এভাবে--------------  
অপরের প্রয়োজনে
ত্যাগিতে তার জীবনের
সুন্দর ও মহৎ কিছু   ? ? ?


শরীফ  নবাব হোসেন  ।