তারিখ ঃ – ০৪-০২-২০২২ ইং , সময় – বিকাল -৩-০০ টা ।


একটি   শুভ্র   কর্ম
ধরণীর  সুপ্রভ  দীপ্তি  ।।


একটি সৎকর্ম
একটি বৃক্ষ সম
শাখী ত্যাগে বাতাস ও ছায়া
ছাড়ে অক্সিজেন
দানে ফুল , ফল
দ্রুম আপনাকে নিঃশেষ করে
মানবের তরে ।


একটি সত্য , মহৎ কাজ
একটি প্রস্ফুটিত কুসুম সম
সে ছড়ায় সুবাস , সৌরভ
রাঙায় হৃদয়
মানব সমাজে সৌন্দর্য বিলায়
দেয় অপার আনন্দ !


একটি শুভকর্ম
একটি আলোকসুন্দর আদিত্য সম
ঐ উত্তম দিবাকরের রওশনে
সারা ধরাতল রূপে উদ্ভাসিত
ক্ষিতির সমস্ত সৃষ্টি
মার্তন্ডের স্পর্শে সজীবতায় জীবন্ত ।


একটি পুণ্য কর্ম
একটি দ্বিজরাজ সম
সোম কৌমুদীর স্নিগ্ধা ছড়ায়
বসুধার মানুষকে অবারিত করে পুলকিত
প্রাণে উজ্জীবিত করে সঞ্চারণ
হিরন্ময়ের হিল্লোল  ! !


একটি পবিত্র দায়িত্ব পালন
একটি উদার অম্বর সম
অভ্র তার সুবিশাল বক্ষ বিছিয়ে
বসুন্ধরা কে মমতায় রাখে আচ্ছাদিত
অন্তহীন বন্ধনে থাকে নিবেদিত ।


একটি সুকৃতি কর্তব্য
একটি রত্নাকর সম
যে তার গহীন অঙ্গনে করে ধারণ
বিচিত্র মৎস্য , হীরা , মণি-মুক্তা , জহরত
অম্বুধির বিস্তৃত গর্ভে
সম্পাদিত হয় জন জীবনের তাবৎ ক্রিয়া-কর্ম  ।।


শরীফ নবাব হোসেন ।