২৪/১১/২০২০ ইং ,  সময় – সন্ধ্যা – ৫- ৪০ মিনিট ।


আল্লাহতায়ালার   সার্বভৌমত্ব  ! !


আল্লাহ এক ও অদ্বিতীয়
তাঁহার নেই কোন শরীক
তিনি কাহাকে ও  দেন নি জন্ম
তিনি কারো থেকে করেন নি জন্ম গ্রহণ
তাঁর নেই কেহ সমতুল্য-সমকক্ষ ।


তিনিই ভূমণ্ডল ও নব মণ্ডলের একচ্ছত্র অধিপতি
সমস্ত সৃষ্টি জগতের তিনিই সৃষ্টিকর্তা
আল্লাহ ই সমস্ত সৃষ্টির জীবের পালনকর্তা ও রিযিকদাতা
তিনি সকলের ত্রাণ কর্তা  
তিনি অসীম দয়ালু , মহানুভব ও সুমহান
তিনিই মানুষকে করতে শিখিয়েছেন ভাব প্রকাশ ।  


তাঁহার ই নিকট আমরা করবো প্রত্যাবর্তন
তিনি সর্ব কাজে প্রত্যহ রত
তিনি অতি বরকত পূর্ণ  ও
সর্বময় ক্ষমতার অধিকারি ,
তিনিই সৃষ্টি  করেছেন জীবন ও মৃত্যু
তিনি সৃজন করেছেন সুবিন্যস্তভাবে
স্তরে স্তরে সপ্ত আসমান ,
তাঁর সৃষ্টিতে পরি লক্ষিত হবে না কোন ব্যতিক্রম ! !


তাঁহার ই আদেশে  চন্দ্র ও সূর্য  ঘুরে আপন কক্ষে
সূর্য  পারে না চন্দ্র কে  ধরতে
আর , রাত্রি ও  পারে না দিনকে অতিক্রম করতে ,
তারা সকলেই চলছে একটি কক্ষ পথে ,
নক্ষত্র , তৃণলতা ও তরুরাজি হচ্ছে প্রণত ,
সৃষ্টির সবই নশ্বর
কেবল রবের সত্তা ই অন্তহীন-অবিনশ্বর ।।  


আল্লাহ পবিত্র ও সর্ব  বিষয়ে জ্ঞাত
তিনি পরম ক্ষমাশীল ও ন্যায় পরায়ণ ,
তিনিই আমাদের জন্য পৃথিবীকে করেছেন অনুগত ও সম্প্রসারিত
যাতে আমরা উহার রাস্তা দিয়ে করি ভ্রমন
এবং তাহার রিযিক হতে  করি আহার ,
তিনিই সকল প্রশংসার মালিক
তিনি কোন অসংগতি  ব্যতিরেকে করেছেন
পাক কোরআন নাযিল ,
যাহা ইহকাল ও পরকালের শান্তি ও মুক্তির
চিরন্তন জীবন বিধান । ।  


শরীফ নবাব হোসেন ।