তারিখ ঃ- ২৫-১২-২০২১ ইং , সময় – সকাল – ৯-৪৫ মিনিট ।।


আমাদের   আয়োজন
প্রাণের   সম্মিলন  ।।


(  ASSOCIATION  OF  BATCH – 1980  (  NCHS  )  NAZIRHAT  COLLEGIATE HIGH  SCHOOL –  ১৯৮০   ব্যাচের  বন্ধুদের ২৫  ডিসেম্বর  ২০২১  ইং তারিখে   বনভোজন  ও প্রাণের  মিলনকে  স্মরণীয়  করে  রাখার  জন্য  এ   উদ্যোগ  ।।  )  


তুঙ্গে হৈ চৈ গল্প , আমোদ আড্ডার মাত্রা  
শুরু হলো প্রকৃতির লাবণ্যময় দুহিতার কোলে বনভোজন যাত্রা
প্রারম্ভে ভোজন হয়েছে বাহারি নাস্তা
পেট খারাপ যদি হয় সাড়ে তিন অবস্থা ।


রাঙামাটির নীল জলে কাটা হয়েছে সাঁতার
শীতের ঠাণ্ডায় পরতে পরতে কী মজা তার  !
ভ্রমন পিপাসু দের রংবেরং সাজে ভাসে হাজার নৌকা
চিত্ত দোল খায় পুলকে তা দেখে সহসা ।


দুপুরের পরিবেশন রকমারি সুস্বাদু খাবার
পাবে না তো নৈমিত্তিক তা বার বার  
সরিষা তৈলের বর্তার ঝাঁঝে
জিভে পানি আসে সবার ।


এর পরের মায়াবী আকর্ষণ নৌ ভ্রমণ
পাহাড় ঘেরা লেকের ছায়ায় জুড়ায় প্রাণ-মন
বট বট পট পট ডাকে তরী চলে ভেসে
দু’পাশের সুরম্য দৃশ্য দর্শনে হৃদয় হাসে ।


    এক ফাঁকে কৌতূহলে আদিবাসী পল্লীতে পা রাখলাম
তাদের হাতে বানানো বিচিত্র কারুপণ্য অবলোকনে নয়ন জুড়ালাম
দু’ধারের টিলা-পাহাড় ঘন সবুজ অরণ্যে ঘেরা
হৃদের স্বচ্ছ নীল নীরে দেখা যায় আপনার চেহারা ।


বনভোজনের সুবাদে নিসর্গ লীলা  নিকেতনে বন্ধুরা হয়েছি মিলিত
কৈশোরের ফেলে আসা অন্তরঙ্গতার স্মৃতি হয়েছে জাগ্রত
এ পুনর্মিলন আয়োজনে ২০২১ সালকে করেছি স্মরণীয়
আগামীতে পদে পদে মোদের মৈত্রির বন্ধনকে করবো বরণীয় ।।


সারাদিন ডুবে ছিলাম মনের অজান্তে সুখের কল্প মেলায়  
      আমরা জিতেছি অকৃত্রিম , আমাদের প্রাণের খেলায়
হাসি ঠাট্টা , আনন্দ-বিনোদন শেষে সাঁঝে বেলায়
ফিরলাম কলকব্জার অশান্ত ইট পাথরের নাগরিক ভেলায় !


শরীফ নবাব  হোসেন ।