তারিখ ঃ – ০৯-০৬-২০২২ ইং , সময় ঃ সকাল – ১১-০০ টা ।


আমাদের   প্রত্যয়ের  স্পৃহা  ! !    
  


আমরা হবো –
কর্মের  প্রতি শ্রুতিতে সচল জীবন্ত
ট্রেনের সমান্তরালে দ্রুত চলন্ত
তরুণ রবির মতো তেজোদৃপ্ত
শশীর ন্যায় স্নিগ্ধ দীপ্তিমান ।


আমরা হবো –
পাহাড়ের তুল্য মূর্তিমান্‌  ধৈর্যশীল
বলাকার সদৃশ উন্মুক্ত নীলিমায় উড়ন্ত
বিস্তৃত হবো পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত
প্রকৃতির রূপে ত্যাগে আদি-অন্ত ।



আমাদের প্রত্যাশা –
মানুষের কল্যাণে হবো অগ্রসর
বাড়াবো নির্মল অবদানের পরিসর
ঘুমে নয় , স্বপ্ন দেখবো জেগে
ক্ষণে-মনে-জনে কাটাব নিবিড় আনন্দে
সফলতার শিখরে উঠবো নিরলস পরিশ্রমে ।  


আমাদের প্রেরণা -
ছুটবো জাগরণের গানে ঝর্ণার গতিতে
ভালোবাসার বন্যায় দেবো ভাসিয়ে
শুদ্ধ বিনির্মাণের ললিত কলায় রাখবো হাসিয়ে
আনন্দের উচ্ছ্বাসে চারিপাশ তুলবো মাতিয়ে
বিশ্ব মানবতার মাল্য গাঁথবো এক সূত্রে ।  

শরীফ নবাব হোসেন ।