৩১/০৫/২০২০ , সময় – বেলা – ১১ – ৩০ মিনিট


আমি  বেকার   !


আমি বেকার !
চাই কার
করবো সব কাজ
তাতে নাহি লাজ ।


মাহিনা পাবো
সংসার চালাবো
কাজ জুটে না
অন্ন ও মিলে না ।


পরে থাকি উপোস
অন্তরে  হা-হুতাশ
অভাব ছাড়ে না
প্রয়োজন মিটে না ।


দারিদ্রের কষাঘাত
পিঠে চপটেঘাত
জীবন দুর্বিষহ
পায় শুধু আঘাত ।


চলি উদ্দেশ্য হীন  
জীবন গতি বিহীন
ভাবনারা এলোমেলো
সবকিছু অগোছালো ।


ক্ষিদের জ্বালায়    
সুখ-শান্তি রা পালায়
সন্তানদের হাহাকার
চেয়ে  থাকি নির্বিকার  ।


বেঁচে থাকার বাসনা
শুধুই  মরীচিকা সপ্ন
ভুবনে শুরু ছিলো
অভিশাপের করালে জন্ম ।


পৃথ্বীর চাকায় পৃষ্ঠ
না পাবার স্বাদে তেষ্ট
এত বড় দুনিয়ায়
মিলছে না কেষ্ট  ।


অগণিত মানুষের ভিড়ে
আমি এক অমানুষ
স্বপ্নের  উন্মুক্ত  আকাশে
উড়বে না রঙীন ফানুস !


ভালো খাবারের স্বাদ
কবে গেছি ভু্লে
বেঁচে আছি  ধরায়
শাক-পাতা তুলে ।


একদিন ফু্রিয়ে যাবে
জীবনের চাওয়া
লাগবে না আর
নশ্বর জগতের পাওয়া  । ।

শরীফ নবাব হোসেন , স্যামব , মীরবাড়ী , দেওয়ানহাট , চট্টগ্রাম ।