১৭/০১/২০২১ ইং , সময় – সকাল – ৯-০০ টা ।


আমরা  হবো  ।।


আমরা হবো –
মনে অভ্রের মতো বিশাল , মুক্ত
ত্যাগে সমুদ্রের মতো গভীর
কর্ম-উদ্দীপনায় ঝর্ণার মতো বেগবান
খেচরের মতো মুক্ত  স্বাধীন
নির্বাক  পশুর মতো ধৈর্যশীল
বৃক্ষের মতো ফুল , ফল ও ছায়া দাতা
পাহাড়ের মতো সৌম্য , শান্ত , স্থির , ধ্যানী
ফুলের শোভা , সৌরব ,সুবাসে করিব মুগ্ধতা ।


আমরা হবো –
বসন্তের বাহারি মায়াবী রঙে রাঙা
শীতের সকাল বিকালের মনোরম মাধুরীতা
শরৎ শিশির ও কাশফুলের কমনীয়তা
হেমন্তের পল্লী কিষাণের নবান্নের আনন্দিতা
বর্ষার ভরা যৌবনের উত্তাল প্রমত্তা
সলিলে র মতো জীবন জাগরণের সঞ্জীবনী
পবনের মতো প্রাণ সঞ্চারণে র সুধা করী
দীপ্তির মতো ধরণীর উজ্জ্বলতা ।


শরীফ নবাব হোসেন ।