তারিখ ঃ 29/01/2023 ইং ।


অনুশোচনা ----------! !


( 1 )


অন্যায় , অপরাধ , অবিচার করে -----------
যাদের অন্তরে অনুশোচনা জাগে না
যারা হয় না অনুতপ্ত
হয় না লজ্জিত ,
অন্যায় কে অন্যায়
অপরাধকে অপরাধ
অবিচার কে অবিচার
করে না মনে ---------? ?


তারা কখনো নয় মানুষ
তাদের হৃদয়ে পশুত্বের প্রভাব বেশী
মনুষ্যত্ব অনুপস্থিত তাদের  ! !
কোন ধর্মও নেই তাদের
প্রকৃতির কোন নিয়মও মানে না তারা
তারা সীমার- পাষণ্ড
মানুষ নামের কুৎসিত কলঙ্ক  ? ? ?


( 2 )


অন্যায় , অপরাধ , পাপ-----------
যত বড় বা ছোট হোক না কেন
তার জন্য থাকতে হবে অনুশোচনা
হতে হবে গভীরভাবে অনুতপ্ত
সৃষ্টিকর্তার কাছে হতে হবে নত
মানুষের নিকট থাকতে হবে-
কৃতজ্ঞতা ও সম্মানবোধ
সর্বোপরি , প্রভুর দরবারে চাইতে হবে ক্ষমা ।
তবেই , সে হবে সত্যিকারের মানুষ ।।


শরীফ নবাব হোসেন ।