তারিখ  -  24/02/2023  ইং  ।


অঙ্গরঙ্গতা   নাকি   অন্তরঙ্গতা   ! !
    


অঙ্গরঙ্গের বাহার দেখে  
হয়ে গেল অন্তরঙ্গতা
অঙ্গরঙ্গতার মোহ কেটে গেলে
ধূসর ঝাপসা হয়ে যায় অন্তরঙ্গতা  ।।


তাই বলি – অঙ্গরঙ্গের কৃত্রিমতা দেখে নয়  
অন্তরের গভীরতা দিয়ে ভলোবেসে
নিবিড় সবুজ মমতার অনুভূতি দিয়ে
সৃষ্টি করতে হবে আন্তরিকতা বা অন্তরঙ্গতা  ! !


ছলনা-কল্প কখনো হয়না স্থায়ী
যদি না থাকে মনের মিল
হৃদয়ের প্রকৃত আবেদন
তা হয়ে যায় ক্ষণিকের রঙিন ঝিলমিল  ।।


-  শরীফ  নবাব  হোসেন  ।