তারিখ ঃ – ২২-১২-২০২১ ইং , সময় – সন্ধ্যা – ৬-০০ টা ।


অর্ধাঙ্গিনীর   প্রতি ------------ !  


প্রিয়তমা জীবনসঙ্গিনী ----------------
একদিন  থেমে যাবে
সব  দুষ্টুমি
দেয়া নেয়ার  বিনি কিনি ,
থেকে যাবে ---------
ছেড়া কাগজের মতো
কিছু স্মৃতি এলোমেলো ।


বলা হবে না আর –
অনেক কথা
তোমাকে ঘিরে থাকা  ,
চাওয়া হবে না -
শত কিছু কাজের ভিড়ে
তোমাকে বিরক্ত করে  !


এ জীবনের অশান্ত চাওয়া-পাওয়া
নিজের অজান্তে তোমাকে কষ্ট দেয়া
সারাক্ষণ ব্যস্ত রাখা ,
তোমার প্রাপ্তির সুখ টুকু
প্রত্যাশার ঝুড়ি অপূর্ণ রেখে
আমার চলে যাওয়া -----------------?


হয়তো মনে পড়বে আমাকে
নয়তো তোমার জীবন সংগ্রামের
টানাপোড়নে ভুলে যাবে ,
আমি আলো হয়ে ছায়া হয়ে
মেঘ , বৃষ্টি , মরুৎ হয়ে
তোমার কাছে আসবো বারে বারে ।


তখন আমি নিতান্তই একা
পাবো না আর তোমার দেখা
মাঝখানে  অসীম ফাঁকা  ,
আমার ক্ষুদ্র অদামী কাজ
হ য ব র ল দৈনন্দিন পসরা
হঠাৎ তোমাকে দিতে ও পারে ব্যথা  ! !


শরীফ নবাব  হোসেন ।