তারিখ  ঃ  25/01/2023  ইং  ।


এপার   ওপার  ।।



( 1 )
দেহে থাকে জান
থাকি বেড-বিছানায়
যখন যায় জান
স্থান , অন্ধকারে মাটির বিছানায়  ।


( 2 )
যতক্ষণ থাকে প্রাণ
কতই না ব্যস্ত
প্রাণ গেলে সাথে সাথে
বন্ধ হয় সমস্ত  ।


( 3 )
যতক্ষণ আছি বেঁচে
বাধায় হট্টগোল
জীবন খেলার মাঠে
কেউ দেয় , কেহ খায় গোল ।


( 4 )
যতক্ষণ আছে প্রাণ
অন্তরে লোভের বান
যদি নিঃশেষ হয় প্রাণ
শূন্য দেহে বিদায়ের গান  ।।


(  5 )
দুনিয়াকে মনে করে স্থায়ী
চিরন্তন সত্য- তা অস্থায়ী
এটার জন্য এত  বাজিমাৎ
যম আসলে মাথায় হাত  ! !


( 6 )
জীবনের সময় খুবই অল্প
তাতেই এত ঝারিজুরি , বাহাদুরি
হয় যখন বল-শক্তির কম জুরি
শেষ হয় সব আহামরি  !


( 7 )
এতটুকু ক্ষণিকের জীবনে
কত  অবিচার , অত্যাচার , জুলুম , লুটপাট
যখন ধরে যমে
মিনিটেই সব কুপোকাত  ?


( 8 )
মৃত্যুর দূত এসে গেছি
নট নড়ন চরন
সুবোধ বালকের ন্যায়
করতে হবে পরপারে গমন ।


শরীফ  নবাব  হোসেন  ।