তারিখ ঃ- ২৯-০৭-২০২১ ইং , সময় – দুপুর – ১২-০০ টা ।


আত্মার   পরম  সম্পর্ক  ! !


পদ-পদবীর আসে তারতম্য
আর্থিক অবস্থার  হয় পরিবর্তন
ধন-সম্পদ বাড়ে কমে
ব্যবসা-বাণিজ্য তে ঘটে উত্থান পতন
চাকচিক্য , জৌলুস এ আছে , এ নাই
পোশাক-আশাকে চলে  অনেক রকমফের , ভিন্নতা
ক্ষমতার ঘোর সওয়ারে  থাকে ঊর্ধ্ব গতি , নিম্ন গতি
চাটুকারের হয় রং বদল
তোষামোদ কারীর কপালে  জুটে পালা বদল
কখনো কারো আপত্তিতে চামচার ঘটে বিপত্তি  
সময়ের ধারায় ঋতু তে আসে বৈচিত্র রূপ
কালের বিবর্তনে প্রকৃতিও পাল্‌টায় তার স্বরূপ ।।


বাস্তবে  কিন্তু –
মানব আত্মার খাঁটি সম্পর্কটা
মনের প্রকৃত মিল
অকৃত্রিম হৃদ্যতা , ভালোবাসা
হৃদয়ের অপূর্ব ভালোলাগার বন্ধন
নির্ভেজাল স্নেহ , মায়া-মমতা
নিঃস্বার্থ প্রাণে প্রাণে প্রেম
অন্তঃকরণ থেকে নিঃসৃত আন্তরিকতা
বিশুদ্ধ চারুতার সৌন্দর্য
মানসলোকের সাচ্চা পবিত্রতা
মানবীয় এসব বিশেষণের নেই কোন পরিবর্তন
বরং অক্ষয় থাকে শাশ্বত কাল একই রকম ।।


শরীফ নবাব হোসেন ।