তারিখ  ঃ -–২৪/১২/২০২২   ইং  ।


অটুট  বন্ধনের  ব্যাচ –  ১৯৮০   (  NCHS ) ।।


(  Association  Of  Batch -  1980  ( NCHS ) এর পুনর্মিলন  উপলক্ষ্যে  এ  নিবেদন  ।। )


  
৪৭   বছর  হৃদয়ে রেখেছি ধরে
আমাদের বন্ধুত্বের স্মৃতি
তখন ছিলেম কেবল কিশোর কচি  ।


কৈশোর থেকে তরুণ-যুবক
আঁকা-বাঁকা পথ পেরিয়ে আজ আমরা –
বার্ধক্যের দ্বার প্রান্তে ।


সাড়ে চার দশক পূর্বে
যে চারাটি র হয়েছিল শুভ সূচনা
আজকে সেটা ডালপালা , পল্লবে , ফলে-ফুলে  সুশোভিত ।



এরই মধ্যে ঘটে গেল কত কিছু
পেরিয়ে গেল শত বরষা , শীত , বসন্ত
মানুষ , দেশ-কাল ও বসুধার সহস্র পরিবর্তন  ।


আমাদের প্রিয় সুহৃদ অনেকেই নেই আর ধরায়
অতীত হয়ে গেছে বহু মধুর খণ্ড চিত্রের স্মৃতি
শুধু  আমরা গুটি কতেক বন্ধু জীবন্ত আছি  ।।


  আমরাও একদিন এক এক করে
হয়ে যাবো নিঃশেষ , হারিয়ে যাবো প্রকৃতির বাস্তবতায়
তখন বেঁচে থাকবে হয়তো এ ব্যাচের কর্ম গুলি অমলিন  ! !


এখনো আছে অন্তরের প্রীতি-ভালোবাসা জাগরূক  
আমরা হই মিলিত একত্রে বন্ধুত্বের দাবীতে
কাটায় পীযূষ বর্ণালী সময় উল্লাস , গল্প-আড্ডা , হাসিতে  ।।  


সতীর্থ বাল্য-বান্ধব দের এ বাঁধন মধুময়
কখনো তা ক্ষয় বা মলিন হবার নয়
আমৃত্যু রাখবো বুকের গহীনে এ প্রত্যয়  ।


এভাবে সামনে যে কটা দিন বাঁচি
মিলেমিশে থাকবো , আছি , প্রয়োজনে পরস্পর পাশাপাশি  
স্মৃতি-মমতা , বন্ধন কে করবো তাজা , এ হোক প্রত্যাশা রাশি রাশি  ।।


শরীফ  নবাব  হোসেন  ।