তারিখ ঃ – ০১/০৭/২০২১ ইং , সময় – বিকাল – ৩-১৫ মিনিট ।


আত্মতৃপ্তিতেই  পরম  প্রশান্তি ।।


যা জুটে তা খাব
যা পাব তা পড়ব
যেমনি জায়গা মিলে ঘুমাব
বিলাসিতার বাসনা বাদ দেব
অলীক স্বপ্ন নাই বা দেখব
অগণ্য চাওয়া-পাওয়া ত্যাগিব
বাহুল্যতা ঝেড়ে ফেলব
অন্তহীন সুখ-স্বাচ্ছন্দ্য নাহি খুঁজব
বৃথা ব্যয় দেব বিয়োগ
তাহলে মিলবে প্রশান্তির মুখ ।


মানুষ যদি অসীম  চায়
বেশী বেশী  খেতে চায়
সমুদ্র সম সম্পদ চায়
খলোকের মতো যশ-খ্যাতি চায়
অশেষ ক্ষমতা পেতে চায়
বেপরোয়া জীবনে গতি হারায়
আঁধার রাহায় পা বাড়ায়
উন্মাদ আনন্দ-উল্লাসে তরী ভাসায়
সরল , সঠিক ও মনুষ্যত্বের দীপ্তি হারায়
তাদের চলার ছন্দে নামে অনিবার্য দুখ ।


শরীফ নবাব  হোসেন ।