১৯/০৬/২০২০ , সময় – রাত – ৯ – ২৫ মিনিট
বাবা


( বিশ্ব  বাবা দিবস উপলক্ষ্যে শ্রদ্ধায় এ নিবেদন । । )


বাবা একটি সুমধুর শব্দ , সুমধুর নাম  
সন্তানের কাছে পর্বত প্রমাণ সম্মান
জগতের মুখ দেখানো জন্মদাতা একজন ই
তাঁরা হলেন মা-বাবা
পৃথিবীতে আর নেই কেহ দ্বিতীয়
বাবার মতো আপন হতে পারে এমন কেহ ।


তিনি লালন , পালন ও বিকাশে থাকেন সবার ঊর্ধ্বে
স্নেহ , মায়া , মমতায় জরিয়ে রেখেছেন স্বর্গে
নিঃস্বার্থ  ত্যাগ-তিতিক্ষায় সমৃদ্ধ  যে জন
বাবার মতো আছে কোন সে আপন
বাবা বর্ষণে ঝরায় ভালোবাসার অঝোর বারিধারা
এরূপ অকৃত্রিম ভালোবাসা প্রভুর সৃষ্টির অনুপম সেরা ।


বাবার অবদান বিশাল সাগরের চেয়েও নিরবশেষ
উন্মুক্ত বিস্তৃত আকাশ ও হার মানে তাতে নিরবধি
বাবার বারতা শুধু ছেলে মেয়ের শান্তি
বাবার কামনা তাদের চিরন্তন  অগ্রগতি
বাবার আশীর্বাদ  সন্তানের অনন্ত সু্খের জীবন চলা
বাবা চায় তাদের অনিঃশেষ অনুপমেয় মঙ্গলময় পথচলা
চিন্তা , চেতনায় , মননে খোঁজে সন্তানের আনন্দের  মেলা !


বাবা ছড়ায় প্রজন্মকে সূর্যের প্রদীপ্ত  আলো
সুধাকরের স্নিগ্ধ  কিরণ
বৃক্ষের সুশীতল ছায়া
ফুলে ফলে ভরে তুলে কায়া
নীরের ন্যায় জীবনকে দেয় উজ্জীবনের মায়া । ।


শরীফ নবাব হোসেন ।