তারিখ ঃ – ২৪-০২-২০২২ ইং ,  সময় – রাত – ১১-০০ টা ।
  
  বাংলা   কবির   বাংলা   কবিতা  ।।


বাংলা কবির বাংলা কবিতা
দিকে দিকে ফোটে দীপ্তির চ্ছটা ।  


আমাদের প্রাণের অভিনন্দন
বাংলা কবির কবিতার অঙ্গন
বাংলা কবিতা সুমধুর
মুগ্ধ হই তার কাব্য সুধার যাদুর  
তাই লিখে যায় অবিরাম
প্রশান্তিতে ভরে প্রাণ  
বাংলা কবিতা সত্যের সূর্যোদয়
তার আলোক রশ্মি অমর অক্ষয়
কবিগণ কলমের নির্ভীক সৈনিক
লিখে মানুষের কথা দৈনিক
প্রচার-প্রকাশে নিত্য সাহসী
প্রচেষ্টা কবির কবিতায় অবিনাশী
কবি হৃদয়ে কবিতাঙ্গন
সুস্থ শিক্ষণের যথার্থ সম্পাদন ।  


বাংলা কবিতার উত্তাল তরঙ্গ
নব সাহিত্য রসের উদ্ভাসে বঙ্গ
কবিতা উন্মুক্ত লিখনির মাধ্যম
আদর্শ সাহিত্য সাধনায় উত্তম
কবিতার বর্ণমালা জন্মভূমির বাসর
শিক্ষা-দীক্ষা , চারুতার আসর
কবিতা বাংলা ভাষার গৌরব
ছড়ায় রমণীয় পীযূষের সৌরভ
এর মন্দাকিনী বইবে চিরকাল
উত্তরসূরীগণ ললিতের চর্চায় ধরবে হাল
কবি-সাহিত্যিকের গগন কবিতাঙ্গন
পূষণের দ্যুতি করবে বিকিরণ
বিকশিত ধারায় জ্ঞানের আলোড়ন
পুলকিত জাগরণে হৃদয়-মন
বাংলা কবির মানসে কবিতার ছন্দ
কাব্য পিয়াসী দের অনন্ত বন্ধন  ! !


শরীফ নবাব হোসেন ।