তারিখ  ঃ -–01/02/2023  ইং  ।


বাংলা  ভাষার  আবেদন  চিরন্তন  ! !
(  চতুর্দশপদী কবিতা  লেখার  প্রয়াস  )


১৯৫২  সালে দেখিয়েছে আম জনতা বীরত্ব
প্রতিষ্ঠা করেছে বাংলা ভাষার শ্রেষ্ঠত্ব
দিয়েছে শোণিত গেয়েছে বাংলার গান
জেগে উঠেছে দেশের মানুষের প্রাণ  ।।
ভাষার চেতনা থেকে জাগে স্বাধিকার
স্বাধিকারের সোপান বেয়ে স্বাধীনতা  
বাংলা ভাষা মর্তে মোদের  মান-মর্যাদা
পূর্ণতা পেয়েছে কোটি বাঙালির আশা  ! !


বাংলা বর্ণমালা কাননের তাজা ফুল
ঐ ফুলের মহাকাব্য করেছে আকুল
এমন মধুর বোল ভুবনে কী আছে  ?
যার কবিতা , গান , সাহিত্যে প্রাণ নাচে  !
বাংলা বাণী বিকশিত হবে চির কাল  
জীবন-মরণে উড়াব গগনে পাল  ।।


শরীফ  নবাব  হোসেন  ।