তারিখ ঃ – ০৩/০৬/২০২২ ইং , সময় ঃ বিকাল – ৫-৪৫ মিনিট ।


বাংলাদেশের    হকার ।।


হ – হরেক রকম পণ্যের সমাহার
সে ফেরি করে বেড়ায়
রঙিন স্বপ্নের আশা-আকাঙ্ক্ষা
আকাশে বাতাসে চলার পথে উড়ায় ।


কা – কখন , কোথায় , কার কাছে যাবে
মাথায় আছে ছক তার
নিত্য দরকারী সামগ্রী পৌঁছিয়ে দেয়
যখন যা প্রয়োজন যার ।


র – রকমারি পণ্য দিয়ে , মনের শত আশা নিয়ে
             নিত্য-নতুন সাজায় ডালা
    নিজের গা-গলা খালি রেখে  
অন্যের গলে পড়ায় মালা ।।


হকার কখনো থাকে না বেকার
সে নয় কারো একার
মানুষের আবশ্যক সর্বদা মেটায়
নিজের টা রয় শূন্য ; চাহিদার খাতায়  ! !


হকার ভাইয়ের বহু রকম সাজ
হাতে আসে রং-বে রংয়ের কাজ
খোঁজে না ঐ বণিক বিধিবদ্ধ সমাজ
যখন যা ঘটে , ভাগ্যের পরিহাস  ।।


ব্যবসা করে ঘুরে ঘুরে , পথে প্রান্তরে
লোকজনের চাওয়া জানা আছে অন্তরে
নানা হকারের নানা পণ্য
কেউ কিনে কেউ বেচে , হয় ধন্য ।


বাংলাদেশের বিচিত্র পেশার হকার --------------
যত সব পসরার বিনি কিনি করেছে সহজ লভ্য  
যা আছে ব্যবহার আর ভোগ্য
এদের বাণিজ্যের ধরণ নয়তো কম উপভোগ্য  ! !


শরীফ নবাব  হোসেন ।