১০/১১/২০২০ ইং , সময় – সকাল – ১০-৩০ মিনিট ।


বাংলার  বাহ্যজগৎ  । ।


বাংলার মায়াবী প্রকৃতি  
আছে তার সুখ্যাতি
গাঢ় সবুজ শ্যামল
আকাশ টা ধবল নির্মল ।


গাছপালা , নদীনালা
হাজার ফুলের মেলা
মাঠ-ঘাট , প্রান্তর
অপরূপে  জুড়ায় অন্তর ।


বৃক্ষ-লতা , অরণ্য
পাহাড় ঘেরা সুরম্য
পাখপাখালির কলরব
বাগবাগিচা , বন-বনানীর  সৌরভ ।


বসন্তের রাঙা বাহার
মৌচাকে মধুর নহর
হেমন্তের সুরভিত  পরিবেশ
প্রাণে জাগায় আবেশ ।


শীতে  কুয়াশার কারুকাজ
হেরিতে সিত গিরিরাজ
মিষ্টি  খেজু্রের রস
পানে প্রফুল্লতা র যশ ।


বাংলার বান্দরবান
শৈল , নদ নদীর সমাগম
সে শৃঙ্গধর ঢের উঁচু
চোখ পড়লে হয় না নীচু ।


রাঙামাটির নীলাভ হ্রদ
যেন মনে হয় নীল হ্রদ
লেক , অদ্রির সুনিবিড় শোভা
পর্যটকের চমকপ্রদ মনোলোভা  !


দক্ষিণে অন্তহীন বঙ্গোপসাগর
ঢেউয়ের ফণায় অজগর
কক্সবাজারের  সমুদ্র সৈকত
অসীম উল্লাসে র উৎসব ।


সাজানো সুদৃশ্য সুন্দরবন
নিসর্গের অনিন্দ্য লীলা নিকেতন
  সারা বাংলার সৌন্দর্য নয়নাভিরাম
অন্তর দৃষ্টিতে জেগে রয় অবিরাম !


শরীফ নবাব  হোসেন । ।