তারিখ ঃ – ২৪-০৮-২০২১ ইং , সময় – রাত – ৯-০০ টা ।


বাজারের  হালচাল
কার  কেমন  দিনকাল  ! !


মূল্য বাড়ে নিত্য
মজায় আছে ধনীর চিত্ত
অভাব-অনটনে , অনাহারে নিম্ন বিত্ত
কী হবে প্রকাশে এত তথ্য-উপাত্ত ?

চালের দাম সত্তর
চিনি তারও বেশী- আশি
সয়াবিন এর চেয়ে দ্বিগুণ
দামের ঠেলায় বাজারে আগুন ।


মধ্য বিত্তের জীবন নাশ
দরিদ্র-হত দরিদ্রের গলায় ফাঁস
আমলারা করে ভোগ-বিলাসের আশ
মজুতদারি ,  সিণ্ডিকেটের  বারো মাস ।


হাট বাজারে দাম বাড়ার চমক
ক্রেতা সইছে নিত্য দোকানদারের ধমক
শাসায় দাম কাল আরো বাড়বে    
আজ না কিনলে আগামীতে মরবে !


উপরি আয় আছে যার
মূল্য বৃদ্ধির মাথা ব্যথা নেই তার
কেহ হচ্ছে দিন দিন নিঃস্ব
গুটি কতেকের ভাগ্য জুটছে সর্বস্ব ।


কারো পৌষ মাস , কারো সর্বনাশ
অনেকের আমোদ-প্রমোদ , কারো জীবনে বাঁশ
কেহ দিচ্ছে কিছু ভোগ্য পণ্য দামে হ্রাস
তাতে বইবে কী ব্যাপক সমস্যা  সমাধানের সুবাতাস ?


শরীফ নবাব হোসেন ।