তারিখ ঃ – ০২-০১-২০২২ ইং , সময় – সন্ধ্যা রাত – ৬-৩০ মিনিট ।


বাজারের   হালচাল  ! !


নিত্য বাড়ে দাম
ক্রেতার ঝরে ঘাম
কেনা-কাটায় দুশ্চিন্তা
সমাধানের পথ অজান্তা ।


কি কিনবে না কিনবে
কি করে জানবে ?
হিসাব যে মিলে না
ভেবে দিশা পায় না ।


মূল্য বেড়েছে বহু গুণ
বেগুন কখনো হয় সেগুন
যে ধরি সেটা আগুন
মরে গেছে মনের ফাগুন ।


আয়ের সাথে নেই সংগতি
সাধারণের নেই গতি
বাড়ছে মূল্য লাগাম হীন
মাথায় হাত রাতদিন  ! !


চাল , আটা , ময়দা
অর্ঘ তার বেকায়দা
মাছ , মাংস , সয়াবিন
কিনতে গেলে হয় ঋণ ।


চিনি , ডিম , ডাল , মসলা
ক্রয়ে চিন্তা সারাবেলা
সাবান , রুটি , দুধ
না কিনেই আফসোস !


গাড়ি ভাড়া
তা ও মেলা বাড়া
বাড়ার ভয়
করছে সদা তাড়া ।


দাম বৃদ্ধি ক্ষণে ক্ষণে
কঠিন হতাশা মনে মনে
আয় সে রকম বাড়ে না
সংসার আর চলে না ।।


মূল্য শুনে উঠে জ্বর
মানুষের কাঁধে করছে ভর
একবার বাড়লে আর কমে না
ঊর্ধ্ব গতির সীমা মিলে না ।


আছে যাদের আলগা পাওনা
কিনতে কষ্ট হয় না
মাসিক মাহিনা লাগে না
তাদের চলায় কী ভাবনা  ?


মূল্য কিভাবে বাড়ে , কেন বাড়ে
দেখার কেউ নেই
কর্তা মশায় রা দিব্যি সুখে
টাকার পাহাড় নিয়ে বুকে ।


এমন করে চললে দিন
ঋণের বোঝা বাড়ছে প্রতিদিন
গরীব হচ্ছে আরো গরীব
গুটি কতেক গড়ছে সুখের ভিত  ! !


শরীফ নবাব  হোসেন ।