২০/০১/২০২০, সময় – সকাল – ৮ -০০ টা


বি  বে  ক !
  
বিবেকই আসল সম্পদ !
বিবেকই মূল্যবান সম্পদ !
কাউকে ভালো বা মন্দ  বলার আগে
নিজের বিবেককে ভালভাবে খাটিয়ে
তারপর বলতে হবে । হঠাৎ করে কাউকে
ভালো বা মন্দ  বললে তা সঠিক হয় না ।
কোন কাজ সম্পর্কে  মূল্যায়ণ করতে
তা বিবেকের কাঠ গড়ায় দাঁড়  করাও !
তারপর বলো একাজটা কেমন ?
ঐকাজের ফলাফল মানুষ ও সমাজের
কল্যাণকর  হলেই বলা যাবে সেটা ভালো কাজ ।
কোন কাজ করার আগে বিবেক দিয়ে
বিচার করতে হবে এটা ভালো হবে কী,
না কুফল বয়ে আনবে । বিবেকের চুলচেড়া
বিচেরের পর তা সম্পাদন করতে হবে ।
অন্যথায় ভালোর চেয়ে মন্দই বেশী হবে ।


সদবিবেকের চর্চা করতে হয় সদা ।
যতই এর সদভাবে অনুশীলন করবে,
ততই মানুষের মংগল হবে ।


কূট বিবেকের দ্বারা তাড়িত হলে,
সমাজে অমংগল ও অকল্যাণকর কাজ বেশী ঘটে ।
এতে শান্তি  ও স্থিতিশীলতা নষ্ট হয় ।
তাই কূট ও অসৎ বিবেককে কঠোর ভাবে
নিয়ন্ত্রণ করতে হবে । সৎ, ন্যায় ও মানবিক
বিবেককে বিকশিত করতে হবে । আর
তা হলে সমাজ ও দেশে শান্তি  বয়ে আসবে ।


পরিশেষে বলি –
সৎ বিবেকের চর্চা কর
ভালো বিবেক দিয়ে চলো
সুবিবেক খাটিয়ে সদকাজ কর
কুচিন্তার অপবিবেক বর্জন  কর
বিবেকের অশুভ অংশ চিরতরে কবর দাও ।
বিবেক যদি বিবেকই হয়,
তা দিয়ে কিঞ্চিত অন্যায়ও নয় !


শরীফ নবাব হোসেন, স্যাম্ব, মীরবাড়ী, দেওয়ানহাট