তারিখ ঃ – ১২-০২-২০২২ ইং , সময় – সকাল – ৮-০০ টা ।


বিদ্যা-শিক্ষা    অনন্ত   দীপ্তিমান ।।


( ১ )


পড়ালেখা  করা
সৎ পথ ধরা
বিদ্যা শেখা
সরল রাস্তা দেখা
বিদ্যা-শিক্ষা অনুশীলন
আভার স্ফুরণ
বহুল পরিমাণ অধ্যয়ন
স্বকর্মে  উন্নয়ন
নিখুঁত জ্ঞান আহরণ
হবে না সুপথ হরণ
জ্ঞানাভ্যাসে মনোনিবেশ
প্রাণের উৎকর্ষতায় প্রদীপ বিশেষ
জ্ঞান চর্চায় থাকা রত
অন্যায়-অকর্ম থেকে বিরত
শিক্ষা লাভ
মনের কালিমা ছাপ  
জ্ঞানার্জনের আসর
মহৎ জীবনের দোসর
শিক্ষায় প্রণিধান
শিষ্ট-সুবোধ পথের সন্ধান ।।


( ২ )


মেধার বিকাশ
সৃষ্টিশীল জনের প্রকাশ
শুচি বুদ্ধির চর্চা
রাজিত কাজের পর্চা
চলার পথে শিখন
ভাতির রাজ্যে আরোহন
প্রজ্ঞায় শাণিত
স্বভাবে সদা প্রণত
দৈনন্দিন প্রশিক্ষণ
কর্ম জীবনে শুভ লক্ষণ
চারু ময় পাণ্ডিত্য অর্জন
ললিত মানবতার দর্শন
চেতনার অন্বেষণ
কলুষিতা  বর্জন
বোধ শক্তি জাগ্রত
মহৎ সে জন অবিরত
পাঠ-পঠনে নিমগ্ন
সফলতার সহজাত অঙ্গ
প্রাধ্যয়নে নিবিড় সময় দান
অর্জিত  হয় গৌরব ও সম্মান
বিদ্যানুশীলনে ঐকান্তিক
সার্বিক অগ্রগতিতে যৌক্তিক  ।।


শরীফ নবাব হোসেন ।