১৪/১২/২০১৯, সময়-সকাল-১১।০০ টা


বিদ্যাপীঠ নাজিরহাট কলেজ


উত্তর চট্টলার প্রিয় ঐতিহ্যের বিদ্যাপিঠ নাজিরহাট কলেজ
অকাতরে দান করছে ত্রিভূবনের সব নলেজ
মন্দাকিনি খাল ও হালদা নদীর তীরে দাঁড়িয়ে প্রাকৃতিক পরিবেশে
জন্ম  থেকে লালিত সে মুগ্ধকর সুন্দরের আবেশে
শিক্ষার্থীরা পাচ্ছে  জ্ঞানের সব বিষয় ও শাখায় অমূল্য শিক্ষা
ব্রতী হয়ে নেবে দেশ গঠনের পবিত্র দীক্ষা
শিক্ষা ও সভ্যতার পূণ্যের আলোয় করবে আলোকিত
হৃদয় হবে তাদের কর্ম ও সৃষ্টির মাঝে পুলকিত
তারা জ্ঞান ও সৎ কর্মের আলো  দেবে বিশ্বে ছড়িয়ে
ভালবাসার প্রদীপ জ্বেলে মানুষকে রাখবে বুকে জড়িয়ে ।


কলেজে আছে এক বিরাট মাঠ
তরুণ-যুবরা খেলা ধূলায় করছে বাজীমাত
আছে এক বিরাট দিঘী ও দিঘীর পাড়ে গাছ
পানির মধ্যে শাপলা-শালু্ক, নানান রকম মাছ
কলেজের চারিদিক প্রাকৃতিক শোভায় ভরা
থাকবেনা কেহ কোনদিন এ বিদ্যাপীঠে মনমরা
আছে তার পাশে রেল, বাস, নৌকাসহ সব যোগাযোগ
পাঠে দিতে পারবে শিক্ষক, ছাত্র-ছাত্রীরা সর্ব মনোযোগ ।


চলে যাবো দুনিয়া ছেড়ে আমরা সবাই একদিন
কিন্তু তোমার কীর্তি, সৃষ্টি, শিক্ষার আলো বেঁচে থাকবে চিরদিন
এলাকার সমস্ত অন্ধকার-কালিমাকে করে দিয়েছ ম্লান
নশ্বর জগতে তুমি শুভ-কর্মের মাঝে হবে চির অম্লান
জন্ম দিয়েছো তুমি অনেক ক্ষণজন্মা  সুপুরুষ
সমাজ ও দেশকে আলোকিত করে হয়েছে তারা বীরপুরুষ ।
তোমার বিকশিত ধ্যানে মহৎ সারা জীবন
মানব স্বরিবে তোমায় হৃদয় দিয়ে আজীবন ।


শরীফ নবাব হোসেন ।