তারিখ ঃ -–10/12/2022 ইং ।


শরীফ নবাব হোসেন ।


বিজয়ের  প্রতিজ্ঞা ।।


আমাদের বিজয় , আমাদের গৌরব
বিজয়ের দীপ্তি ছড়াবে সৌরভ
একটি বিজয় , একটি নিসর্গের উর্বর দেশ
একটি লাল-সবুজ পতাকার স্বর্ণালী আবেশ ।।


বিজয় মানে গণ-মানুষের অধিকার
মাথা উঁচু করে সসম্মানে বাঁচার
বিজয় মানে অন্ন , বস্ত্র, সু-শিক্ষা , চিকিৎসা, ঠাঁই
এগুলো যেন সবার জীবনে নির্দ্বিধায় পায় ।


বিজয়ের পরশ , স্বাদ , রূপ , রস , গন্ধ অতি মধুর
কোন কারণে না ঘটে তাতে- মলিনতা, বেদনা-বিদুর
মানুষে মানুষে থাকতে হবে প্রীতি-সৌহার্দ , ভালোবাসা
বিজয়ের এ দিনে ঃ –
হিংসা-বিদ্বেষ , দ্বন্দ্ব-হানাহানি , এত বৈষম্য নহে প্রত্যাশা ।।


বিজয়ের মাসে স্বাধীন দেশে আমাদের কাম্য
সুবিচার , সুষম বণ্টন, মানবাধিকার রক্ষায় হবো ধন্য
অন্যায়-অত্যাচার , জুলুম , ঘুষ-দুর্নীতি , অরাজকতা সাহসে রুখবো
সত্য-ন্যায়ের পথে সুচারু বর্ণালী স্বদেশ গড়বো ।


সকল মিথ্যা , অপরাধ , অসৎ পন্থা ও অনিয়ম কে জানাব ধিক্কার
নব পূষণের রক্তিম আভায় সতেজ কিশলয়ের অটল অঙ্গীকার
বিজয়ের দৃপ্ত শপথে মিথ্যা-কলুষতাকে বার বার জানাব না
অন্তরের ঘৃণা মেখে শত অনাচার কে মারবো ঘা  ! !


পূত, সঠিক , সুন্দর-শুভ্র  মানবীয় চেতনায় সাজাব কনক সম  দেশ
মোদের মাতৃভূমির শ্যামল আঙিনায় থাকবো মোরা বেশ !
পেশী শক্তি , পর দেশের হস্তক্ষেপে করবো না মাথা নত
দেশ-জাতি ও মানুষের কল্যাণ যা – মিলেমিশে করবো শত ।।


( কবিতাকুঞ্জ সাহিত্য পরিবার আয়োজিত – লাল সবুজের পতাকায় কবিতার আসরে পাঠ করা হয় । )


শরীফ নবাব হোসেন ।