তারিখ ঃ- ১৩-১২-২০২১ ইং , সময় – রাত – ৬-৫০ মিনিট ।


বিজয়ের   শপথ  ।।


বিজয়ের প্রতিশ্রুতি  -
বিজয়ের  মাস , দিন
আলোকসুন্দর শপথ নিন
দেশের কল্যাণে আত্মার বিলীন
মানুষের নিমিত্তে প্রতিক্ষণে নিজকে উৎসর্গ
স্বার্থপরতা থেকে বিরত থাকা
ফল খাওয়া নয় , অবিরত গাছ পাকা ।


বিজয়ের শপথ মানে -  
অন্যায়ের তীব্র প্রতিবাদ
অসত্যের বিরুদ্ধে প্রতিঘাত
সত্য ও ন্যায়ের পক্ষে বজ্রমুষ্টি
জাতির সেবায় নিরেট আত্মতৃপ্তি
ঘুষ-দুর্নীতির বিপক্ষে কঠোর অবস্থান
ন্যায় বিচারের স্বার্থে নির্বিঘ্নে বলিদান ।


বিজয়ের  দীপ্ত শপথ –
দেশের সম্পদ লুটে পুটে কুক্ষিগত নয়
মানুষের অধিকার রক্ষায় প্রাণপণে দিবে অভয়
আমানত সুরক্ষা পবিত্র দায়িত্ব
যার যার শ্রেয় দায়িত্ব পালন ই একমাত্র কর্তব্য
কিঞ্চিত  দেশ প্রেম যদি থাকে মনে
চিন্তা-ভাবনা , ধর্ম-কর্ম  সবই জনগণের কল্যাণে ।।


বিজয়ের  উদাত্ত আহবান -  
কারো একটি অধিকারও নয় হরণ
নাগরিকের স্বার্থ সংরক্ষণে হোক মরণ
দেশ ও দশের নিষ্ঠাকে হাসি মুখে বরণ
তবে হবে সকল সমস্যার উত্তরণ
সকল  বিষয়ের উর্ধে্ব দেশের মানুষ
মানুষকে কষ্ট দেয়াটা মানুষ রূপে অমানুষ  ! !


বিজয়ের জলুসদার  স্বপ্ন  -
দেশের সামগ্রিক  প্রয়োজনে
হবে প্রকৃষ্ট আয়োজন
জাতির আশা-আকাঙ্ক্ষা
গণ মানুষের মাঝেই হবে পূরণ
সব নাগরিক থাকবে  নিরাপদ
সেটাই হবে আজকের শপথ ।।


শরীফ নবাব হোসেন ।