বিষয় ঃ – “ বিশ্বজোড়া পাঠশালা মোর , সবার আমি ছাত্র ” । ।
                              
কবির নাম – শরীফ নবাব হোসেন ।
তারিখ ঃ -  17/07/2020 ইং ।   সময় ঃ – রাত – ১০ – ০৫ মিনিট


কবিতা –


শেখার শেষ নেই
নেই আদি অন্ত
নেই তার সীমারেখা
স্থান , কাল , পাত্র পরিসীমা
বয়সের নেই কোন বাঁধা
জন্ম থেকে মৃত্যু  পর্যন্ত ই  যায় শেখা ।


সব সময় শেখা যায়
যেখানে যা পায়
আনুষ্ঠানিক , অনানুষ্ঠানিক  ও উপানুষ্ঠানিক
শিক্ষা  বলে  কথা নাই
দেখে শিখি , ঠেকে শিখি , কাজ করতে গিয়ে শিখি
চলার পথে শিখি ই অবিরত ।


দিনরাত শিখি
শয়নে , স্বপনে , জাগরনে
পান্ডিত্যের ছবি আঁকি  
ঘরে থেকে বাইরে , পাড়া থেকে বিশ্বে
জেলে , মাঝি , কামার , কুমার , তাঁতী সব পেশার কাছে
শিখতে থাকি যদি চোখ মেলে দেখি !


শিখি মোরা  অনন্ত
প্রকৃতি , পরিবেশ , প্রতিবেশ আছে যা কিছু
জীবজন্তু , গাছপালা , বিহঙ্গ , নীল আকাশ ও বিস্তৃত দিগন্ত
পৃথিবী মোদের পাঠশালা
তার নশ্বর , অবিনশ্বর উপাদান গুলো আমাদের শিক্ষক
আর সারা জীবন ই  শিক্ষার কাল ও মেলা ।


বাসর ঘর থেকে খেলার মাঠ , যুদ্ধ  ক্ষেত্র
মাটি থেকে নীলিমা
মসজিদ , মন্দির , ক্যায়াং , গির্জা , প্যাগোডা
সৃষ্টিকর্তার  লক্ষ-কোটি নিরুপম সৃষ্টির
ঠিকানা আমাদের শিক্ষা কেন্দ্র , আর –
তারাই আমাদের প্রশিক্ষক ।


পবিত্র কোরআনের  সর্ব  প্রথম আয়াত -
“ পড় তোমার প্রভুর নামে “
হাদীস পাকে বর্ণিত  আছে –
“ দোলনা থেকে মৃত্যু  পর্যন্ত জ্ঞান অর্জন কর “
“ জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে চীন দেশ পর্যন্ত যাও “
“ জ্ঞানী র কলমের কালি শহীদের রক্তের চেয়ে ও পবিত্র “
এখানে মূল প্রতিপাদ্য বিষয় শিক্ষা ও জ্ঞান অর্জন
চেতনা কে গুরুত্ব  দেয়া হয়েছে সবচেয়ে বেশী  
করে সকল মতভেদ বর্জন  ।


তাই আমরা প্রতিনিয়ত ই  শিখবো
সবকিছু থেকে শিখবো
সকল জায়গা থেকে শিখবো
সমগ্র ভুবন টাই আমাদের শিক্ষক
আমরা কেবল ছাত্র জীবনভর  ।  

শরীফ নবাব হোসেন ।