১১/১১/২০১৯, সময়-৩-২৮ মিঃ
                                                        
      বিশ্ব নবীর ( সঃ) আদর্শ


মানুষের জীবন চলার পথে
পাথেয় আছে মহা মূল্যবান
যদি চলি নবীর (সঃ) আদর্শ  মতে ।
ছোটদেরকে স্নেহ করা
বড়দের দেয়া সস্মান
সকলকে ভালবাসতে করেছেন শিক্ষাদান।
অন্যায় যাতে  নাহি করি,
অসৎ পথে না চলি,
মিথ্যাকে বর্জনের দেখিয়েছেন পথ ।


সত্যের বাণী প্রচারে ছিলেন প্রাণপণ
সয়েছেন জুলুম,অপমান,নির্যাতন
ডিঙ্গিয়েছেন বাধার পাহাড় আজীবন ।
তাঁর শিক্ষা – স্বভাবে থাকবে নম্রতা
উপকৃত হবে মানবতা,
সে ব্যক্তি পাবেন কল্যাণ ও
শ্রেষ্ঠ মানুষের বার্তা ।
নবীর (সঃ) আদর্শ –যারা শিক্ষা লাভ করে
এবং সে অনুযায়ী কাজ করে
তারাই হল প্রকৃত বিদ্যান ।
তিনি দয়া করার কথা বলেন,
দয়া নাই যার, ঈমান নাই তার ।
নবী (সঃ) বলেন, আল্লাহ সু্ন্দর-
তিনি সৌন্দর্যকে পছন্দ করেন,
সুতরাং মানুষকে সুন্দর কাজ করতে হবে ।


রাসুল (সঃ) ১৪০০ শত বছর আগে
বিদায় হজ্জের ভাষণে মানুষকে
উদাত্ত আহবান করেন,
আরবের উপর অনারবের
অনারবের উপর আরবের,
সাদার উপর কালোর,
কালোর উপর সাদার,
শে্রষ্ঠত্ব রহিত করা হল ।
তিনি আরো বলেন,
তোমরা যেরুপ খাবে ও পরবে,
দাস-দাসীকে ও সেরুপ
খাওয়াবে ও পরাবে।
শ্রমিকের ঘাম শুকানোর আগে
তাদের মুজু্রী আদায় করে দিবে ।


নারীর উপর যেমন পুরুষের, তেমনি
পুরুষের  উপরও নারীর অধিকার আছে ।
নারীর কল্যাণের জন্য সদা
কাজ করে যাবে ।
নিজের জন্য যা পছন্দ করো
অপরের জন্যও তা পছন্দ করবে,
তোমাদের হাত ও মুখ থেকে
অপর মানুষ নিরাপদ থাকবে।
নিরপরাধ মানুষের রক্তপাত
চিরতরে হারাম ঘোষিত হলো ।
তিনি আরো বলেন,
করো সম্পদ হস্তগত করা যাবে না,
মানুষের আমানত রক্ষা করতে হবে।
তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করোনা
ধর্মের বাড়াবাড়ির জন্য পূর্বে পৃথিবীর
অনেক জাতি ধংস হয়ে গেছে ।



নবীজীর আদর্শ ও দিকনির্দশনা গুলো যদি,
আমরা মানি ও নিজেদের জীবনে বাস্তবায়ন করি,
তাহলে সমাজ হবে সুন্দর, মানুষ হবে সুখী
থাকবে বজায় বিশ্বময় নিরাপত্তা ও শান্তি ।


                           শরীফ নবাব হোসেন,স্যাম্ব, মীরবাড়ি ।