তারিখ ঃ – ১৪-০১-২০২২ ইং , সময় – রাত – ১০-১৫ মিনিট ।


বধূ

বধূ হয় যেন প্রভুর দেয়া শ্রেষ্ঠ সম্পদ
পরিবারের কল্যাণে হয়ে উঠে গৃহলক্ষ্মী
সুখ-দুঃখের অনিবার্য সাথী
যেমন চন্দ্র তাকার আকাশে জ্বালায় বাতি
বৌ নানা রঙে রাঙিয়ে নব সাজে আনে বাসন্তী
পরিজনেরা সকলে একই তরীর যাত্রী
সম্মিলনের সূতায় মালা গেঁথে মিলনের মৈত্রী
সে হয় পারিবারিক বন্ধনের নবতর অবিচ্ছেদ্য পাত্রী ।
  
পরিবারকে সাজাবে নব আঙ্গিকে দিয়ে শৈলী অবদান
ইতিবাচক পরিবর্তনে গৃহ বধূর থাকবে নিত্য অংশ গ্রহণ
সংসারের অগ্রগতিতে আঁকবে সুচিন্তিত যৌথ পরিকল্পনা
আশপাশের মানুষকে নিয়ে রচিবে আনন্দ-উচ্ছ্বাসের জল্পনা
স্ত্রী হবে সু-আদর্শের যথার্থ মডেল
সবার মাঝে ছড়াবে মঙ্গলময় কর্মের  জ্যোতি
আপন গুণে পাল্টাবে সমাজের জীর্ণ-হীন প্রকৃতি
বধূ , মিলেমিশে বসাবসের চেতনায় পাবে আত্ম-তৃপ্তি  ! !


যৌথ পরিবার সংরক্ষণ ও সুচারু বিকাশে
ঘরের বৌয়ের ভূমিকা অনন্য অগ্রগণ্য
তার সহনশীল ও গঠনমূলক মনোভাবের প্রভাব
ঐক্য ,  শান্তি-সমৃদ্ধির পক্ষে সাতিশয় তাৎপর্যপূর্ণ ।


শরীফ নবাব হোসেন ।