তারিখ ঃ – ০৫-০৯-২০২১ ইং , সময় – বিকাল – ৫-০০ টা ।


         বনফুল !


বনে বনে ফুটে কত বনফুল
প্রাণ কে জাগায় আকুল
কত রঙের বাহার
মন ভরে না কাহার ?


এদিক সেদিক আছে ছড়িয়ে
সৌন্দর্য বহে নিত্য গড়িয়ে
মনের অজান্তে অবহেলায়
পিষ্ট করি অনাদরে মাড়িয়ে ।


এরা বেশ মনোরম সুন্দর !
কিন্তু – কে করে আদর কদর ?
স্রষ্টায় ভালোবেসে এদের করেন পরিচর্যা
তাই তো এত সুশোভিত তারা !


এদের নেই নামটি জানা
নেই কোন সুরম্য ঠিকানা
অনায়াসে আনমনে উঠে বেড়ে
প্রকৃ্তিকে সাজায় নজর কেড়ে ।


পথের ধারে , ঝোপের মাথায়
ভুরি ভুরি বনফুল রকমারি
পথিকের হৃদে দেয় দোলা
চলতে চলতে দর্শনে আত্ম ভোলা ।

বনফুল ফুটে যথাতথা এলোমেলো
চোখ মেলে তাকালে লাগে ভালো
রূপে নিরুপম নয়নাভিরাম মনোহর
ফোটে আর ঝরে পড়ে নিরন্তর ।


শরীফ  নবাব  হোসেন ।