তারিখ ঃ – ২০/০৪/২০২১ ইং , সময় – সকাল – ৯-৩৮ মিনিট ।


বৈশাখী   তাণ্ডব ।।


বৈশাখী ঝড়
চালে মড় মড়
ডাল পাতা পরে
টিনের চাল নড়ে ।
ধুলা বালি উড়ে
সারা বাড়ি ঘুরে
নাকে মুখে পরে
অস্বস্তিতে মরে ।


বোশাখী রোদ  
অন্তরে দুক দুক
ঘামে সারা গা
কাপড় ভিজে সপসা
পানির তৃষ্ণায় দিশেহারা
ঠাণ্ডা  পানে হৃদয় পারা
একটু বাতাস চাই
যেন স্বস্তি   পায় ।


গুরুম গুরুম , দ্রিম দ্রিম
বুকে  কম্পন অপরিসীম
কৈ মাছ উজান বায়
কিশোর কিশোরী আম কুড়ায়
আকাশে কালো মেঘ
মেঘের ছায়ায় লাগে বেশ
হঠাৎ বৃষ্টি ,ঝড়ো হাওয়া প্রচণ্ড
মুহূর্তেই  সবকিছু  লন্ডভন্ড  ।


বহুদিন ধরে বারিদ নাই
ভীষণ গরমে পুড়ে ছাই
রৌদ্র তাপে সে কী  তেজ
অসহ্য গরমে জীবন শেষ
দূ্রন্তরা নদীতে দেয় ঝাঁপ
উল্লাসে সব বাপরে বাপ
পশু-পাখিরা তৃষ্ণায় ছটফট
জলে নামে ডুবে ঝটপট ।  


কাদম্বিনী না নামলে চলে খরা
অম্বুর অভাবে প্রকৃতিই মরা
ফলের গোটা যায় ঝরে
শাখী-তালপাতা অকালে মরে
শুকনায় সব হাহাকার  
মরু করণে জীবন ছাড়কার
বোশেখের বেসামাল , বেপরোয়া তাণ্ডব
কখনো বিধ্বংসী ঝড়ে , কখনো তীব্র তাপে
তার রোষানলে জীবন-প্রকৃতি
বিধাতার কাছে আশ্রয় খোঁজে ।


শরীফ নবাব হোসেন ।