১০/০৮/২০২০ ইং , রাত – ৮ -০০টা ।


বসন্ত ভরা শূন্যতায়  !


প্রেয়সীর অপরূপ সাজ
মুগ্ধ  হয়েছি আজ
বসন্তের প্রথম দিন
ভালোবাসায় মনটা রঙীন
চেয়েছিলাম জীবনটা হোক হিল্লোলিত
ভাবে সিক্ত করে সুখে বিমোহিত
শুধু প্রিয়তম দেয়নি একটু উষ্ণ আবেশ
ভালোবাসার আন্তরিক অনুভূতি নিবিড় পরিবেশ ।


দেহ মোর আছে দাঁড়িয়ে
হৃদয়ের জানালা বন্ধ করে দিয়ে
আশা-আকাঙ্ক্ষারা   আঁধারে পড়েছে ঢাকা
সবকিছু আজ বিষণ্ণ , মূল্যহীন , নীরস ।

   বাসন্তী শাড়ী পড়ে সেজেছো
প্রাণের উচ্ছ্বাসে হাসির ঝর্ণা ধারা
বসন্তের গানে গানে নৃত্যের ঝংকার তুলেছ
কোকিলের কণ্ঠে কণ্ঠ  মিলিয়ে গান ধরেছ
খোঁচায় গাঁদা ও লাল গোলাপ গেঁথেছ
ধুলা-বালি গায়ে মেখে পথ চলেছো
হেলে দুলে প্রকৃতির সুরভিত কোলে ।


কী যে অপরূপ লাগছে তোমায়
পরী স্থানের হুরপরী নেমে এসেছে ধরায়
চেয়ে আছি নিস্পলক পাহাড়ের  চোখে তোমায়
শুধু আপন করে মধুর আলিঙ্গনের
পরশে জড়ালে না আমায় !


আমার আকাশে আজ কাল মেঘ
হৃদের গহীনে  ঝড়-তুফান
পাপঁড়িরা  ঝরে ঝরে পড়ছে
চারিদিকে সবকিছু ধূসর মৃত প্রায়
মনের আঙিনায় বেঁধেছে মাকড়সার জাল
জীবনের সবকিছু আজ স্তব্ধ , পাথর
শূন্যতায় মরুভূমির খাঁ  খাঁ
তোমার ই  ভালোবাসার  অস্তিত্ব  হীনতায় !


শরীফ নবাব  হোসেন , স্যাম্ব ,মীর বাড়ি , দেওয়ান হাট , চট্টগ্রাম ।