তারিখ ঃ – ১৪/০৩/২০২২ ইং , সময় – সকাল ঃ ৮-০০ টা ।


বসন্ত   কুমারি


নাম তার ঋতুরাজ
যে দিকে হেরি সাজ সাজ
বাংলার মনোহর প্রকৃতি
জৌলুসে পূর্ণ তার আকৃতি ।


পথে পথে ঝরা শিমুল ফুল
হরেক রঙের পাঁপড়ির দোল
ডালে ডালে শিমুল , কৃষ্ণচূড়া
যেন বধূ রক্তিম শাড়ি পড়া ।


নব ডগা পত্র-পল্লব
সবুজে দিগন্ত অপরূপে সয়লাব
রসালো রকমারি ফলের আবির্ভাব
ফল , রঙ্গণ , বিহঙ্গের প্রেম পিয়াসের ভাব ।


বনপ্রিয়ের কুহু কুহু গান
নেচে উঠে উদাসী পরাণ
অন্ডজের উড়াউড়ি খেলা
বসন্তের ছোঁয়ায় রঙের মেলা ।


রাগ এর জাগরণে প্রাণ চঞ্চল
নন্দিনী , কামিনীরা  আমোদে উড়ায় অঞ্চল  
বাংলাকে মনে লাগে চিরায়ত প্রেয়সী
নয়নাভিরাম রমণীয় আকর্ষণে বসন্ত কুমারি  ! !

শরীফ নবাব হোসেন ।