তারিখ  ঃ  - ১০/০৮/২০২২   ইং ।


বৃষ্টি  - ০২


বৃষ্টিতে পথিক
ধরেছে ছাতা  
রাস্তায় চলাচলে
হয়েছে কাঁদা
শিশুরা ভিজিতে
মহা সুখে খুশি
মাঠে কাদা জলে
খেলতে আনন্দ বেশী  
বারি পাত পতনের টুপটাপ
হৃদে সুর তোলে দিবানিশি  ।


ছাতা ছাড়া বের হলে
ভিজে আর দৌড়ে হাঁটে
গৃহিণী গল্পে ব্যস্ত
নিরিবিলি পুকুর ঘাটে
জেলে জাল ফেলে
মাছ ধরে নদীতে
ফেরিওয়ালা ফেরি করে
কাদা জলে ভিজিতে
বৃষ্টি টা করে সুশোভিত
ধরণী কে ফুলে ফলে পল্লবে ।


  বৃষ্টি সে তো রাজকুমারী
সবার চোখে সুন্দরী
নিবৃত্ত করে মন
সে প্রকৃতির ধন  
পাশে থাকলে লাগে ভালো
বরষনের ক্ষণে প্রিয়জন
প্রাণ করে আনচান
চাই প্রেয়সীর হাতে পান
অঝোর বৃষ্টির পানিতে
কৃষক বুনে ধান  ।।


শরীফ  নবাব  হোসেন ।