১৩/০৪/২০২০, সময় – সকাল – ৮-০০টা

ছড়া

চৈত্রের  রূপ

বছরের শেষ মাস চৈত্র
রূপে তার বৈচিত্র
চৈত্রের পরে বৈশাখ
নতুন সনের পোশাক ।

পড়ে ভ্যাপসা গরম
ক্লান্তিতে দেহটা নরম
লাগে ঘামের গন্ধ
লেবুর শর্বত নয় মন্দ ।

হাঁটলে হাঁপিয়ে যায়
শীতল পানি পান চাই
ঘাম থেকে বাঁচার
মাখি ঘামাছি পাউডার ।

দিগন্তে রোদের ঝিলিক
কবিতার পাতায় দেয় ক্লিক
রোদের ভীষণ তেজ
পথিক ভাবনায় অনিমেষ ।

রিক্সা, ঠেলা টানতে কষ্ট
ঘামে, শ্রান্তিতে অতিষ্ট
এমন সময় রসের ফল
তনু্তে আসে বল ।

হাতে বাজারের হাতা
মাথার উপর ছাতা
কৃষক মাঠে কৃষিকাজ
গাছের ছায়ায় একটু অবকাশ ।


গাছপালা হয় রুক্ষ শুষ্ক
প্রকৃতি থাকে রসের বুভুক্ষ
যদি নামে কাঙ্খিত বৃষ্টি
সবুজ-সতেজে ভরে তৃপ্তি  ।

চৈত্রের পাকা বেল
বাংগি-তরমুজের রাঙা খেল
সূর্যের তাপ অসামান্য
লোকের দেহ-মন অবসন্ন ।

শরীফ নবাব হোসেন