১৬/০২/২০২০, সময় – ৩- ৩০ মিনিট


ছড়া – ছড়ার  কথা


সহজ সহজ কথায়
ছন্দে  ছন্দে  মাতায়
ছন্দে  দেয় আনন্দ
অনুভবে নয় মন্দ ।


কথায় কথায় বৃষ্টি  
ভাব প্রকাশে মিষ্টি
ভাবনায় ছড়া লয়
মনের কথা কয় ।


শুনতে লাগে ভালো
তারায় তারায় আলো
ছড়া ছড়ায় হাসি
যাদু বাজায় বাঁশি ।


ছড়ায় আমেজ বাড়ে
সবার নজর কাড়ে
ছড়া দেয় দোলা
হয় মন ভোলা ।


ছড়ার রঙে সূর্যোদয়
ভরে উঠে কোমল হৃদয়
ছড়ার সুন্দর ভাষা
মিটে মনের আশা ।


ছড়া ছড়ায় আলো
শিশুর জন্য ভালো  
শিশুর প্রাণ তাজা
ছড়াতে পায় মজা ।


ছড়ার সহজ বাণী
আনন্দ দেয় আনি
কথার মালা গাঁথব
সবার মন মাতাব ।


ছড়া পাঠে অসীম সুখ
ছড়ার মজা যুগ যুগ
ছড়া পাঠে শান্তি
দূর করে ক্লান্তি ।


সুরে সুরে ছড়া পাঠ
হাসি-খুশির বসে হাট
ছড়ায় মাতে পুকুর ঘাট
গরম থাকে খেলার মাঠ ।

শরীফ নবাব হোসেন, স্যাম্ব, মীরবাড়ী, দেওয়ান হাট, চট্টগ্রাম ।