তারিখ ঃ – ২২/০২/২০২১ ইং , সময় – দুপুর – ১ -০০ টা ।


ছড়া  কবিতা
আমের  মুকুল  ।।


হলুদ  রাঙা আমের মুকুল
মৌমাছিরা মশগুল
মুকুলের শোভা
অপরূপে র আভা ।


মুকুলের সৌরভে মঞ্জরিত  
শিখরী তে অদ্ভূত সঞ্চারিত
ভ্রমরের পাগল করা গুঞ্জন
মিলনের আকাঙ্ক্ষায়  প্রিয়জন ।


মুকুলের পরবর্তী রূপ আম
তাতে ভরা স্বাদ আর সুঘ্রাণ
তার তরে নিত্য আনচান
মাতিয়ে রাখে মন-প্রাণ ।


যে দিকে তাকায়
মঞ্জরি রা হাসায়
মুখরিত বন-বনানী
হরষে ভাসায় ।


চিড়িয়া দের কলরব  
প্রকৃত ভীষণ সরব
বৃক্ষ-শাঁখে সবুজ পল্লব
নব জাগরণের বিপ্লব ।


কোকিলের সুমধুর গান
চারিপাশে সুরের  তান
ঝর্ণা-নদে কলতান
উল্লাসে র আহবান ।


অজস্র শুকনো পত্র ঝরছে
অনিলে এলোমেলো উড়ছে
অগণিত মর্মর-কড়কড় শব্দ
প্রাণের কুঠিরে বাজছে ।


  প্রত্যাশার বৃষ্টি ধারা নেমেছে
রুক্ষ-শুষ্কতায় সজীবতা এসেছে
মাটির সিক্ততায় উদ্ভিদ জেগেছে
বাংলায় মধুকালের শিহরণ লেগেছে ।


শরীফ নবাব হোসেন ।